নৈঃশব্দের মিছিল
বড় হচ্ছি, বুড়ো হচ্ছি;
সময় পোড়া ক্ষণ কুড়োচ্ছি।।
ঘন্টা মিনিট হিসেব কষে,
হচ্ছি সুখী অনেক আপোষে।।
তোমার সুখের আমার সুখের
গল্প জানে অনেক লোকে,
পাঁজড় ভাঙা দীর্ঘশ্বাস,
লুকিয়ে রাখি মনের চোখে।।
নৈঃশব্দের কথার মিছিল,
পথ খুঁজেছে তোমাদের পথে,
মিছিল গুলো শব্দ হত,
একটু যদি সহজ হতে।।
সময় যতই জাপটে ধরে
ভালোবাসারা সবুজ হারায়,
তবু তোমার জন্য ভালোবাসা,
সবুজ শ্লোকের শব্দ বাড়ায়।
- ২৬/১০/২০১৪
কুয়ালালাম্পুর, মালয়শিয়া
বাকিটুকু পড়ুন