২০১৩, প্রজন্ম চত্বরে।
শাহবাগ, প্রজন্ম চত্বর- এমন স্রোত দেখিনি বহুদিন !
উৎসাহী মানুষের বিবেকের বীণ ।
এমন বাঁশি শুনিনি কোনদিন ।
স্বপনের এই সুর বেজে চলুক প্রতিদিন,
প্রতিদিন ।
দিনে দিনে দিনে দিনে-
দিন দিন বহুদিন,
বহুদিন।
এমন সুর কোনদিন শুনিনি, এমন ঢল কখনো দেখিনি।
শাহবাগ যেন এক চেতনার প্রহরী।
তুমি কে? আমি কে? শ্লোগানে শ্লোগানে- নগরেরও জেগে ওঠে প্রাণ।
তরুণ রাগের কাঁপন জাগে শাহবাগ থেকে বাংলাদেশে
শিশু এবং বয়ষ্করাও-গর্জে ওঠে-পাপমোচনের নতুন ডাকে।
ফেব্রুয়ারি ০৮, ২০১৩। শাহবাগ প্রজন্ম চত্বর।
আলীম হায়দার।