আগামীকাল ২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত পাটাতন 'শিক্ষার্থী অধিকার মঞ্চ' এর ব্যানারে 'ডাকসু' নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্থান- ডাকসু ভবন,
সময়- দুপুর ১ টা,
বার- শনিবার,
মাস- ফেব্রুয়ারি।
আপনারাও আপনাদের অধিকার বুঝে নিতে হাত মেলান। সবগুলো হাত একসাথে হলে অবশ্যই তা আমাদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনবে। আমরা ডাকসু নির্বাচনের পক্ষে। আমরা জাতির ভবিষ্যত কান্ডারী তৈরীর পক্ষে... আমরা একটি শক্তশালী জাতি গড়ার পক্ষে....।
বিস্তারিত: ০১৮২৩৫১০২৫৭, ০১৯১৬৯১১৯৬৯, ০১৭১৮৯০৫০৬০; ইমেল: [email protected]; [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ
কলমযোদ্ধার বুলেট আহ্বান-
শ্লোগানে শ্লোগানে এসো মুক্তির মিছিলে..
এসো সবাই দলে দলে শৃঙ্খল ভাংতে....
এসো অধিকার বুঝে নিতে..
মাথা তোল, এসো দরাজ গলায় কথা বলতে...
এসো ব্যক্তিত্বের বিকাশে..
এসো মননশীল মিছিলে....
চলে এসো বন্ধুরা, ফুলকি ফুলকি আগুন হয়ে......
১.
আমাদেরকে কুম্ভকর্ণ বানিয়ে রাখা হয়েছে,
আমরা ঘুমাচ্ছি বিশ বছর ধরে,
এখন জেগে ওঠার সময় হয়েছে,
চলো অধিকারের মিছিলে...।
(ডাকসু আমার অধিকার।)
২.
ছাত্র সংসদ-ই
আমাদের অধিকার আদায়ের
একমাত্র হাতিয়ার।
৩.
গণতান্ত্রিক সরকারই কি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করছে !! ডাকসু আমাদের গণতান্ত্রিক অধিকার।
৪.
রাজনীতি এখন গোলাম বানানোর কারখানা
দলগুলো এখন আর নেতা চায় না
তাই ডাকসু নির্বাচন হয় না
৫.
তারুণ্য এখন দূর্বার,
সময় এখন
অনিয়মের বিরুদ্ধে লড়বার।
৬.
আমাদের ব্যক্তিত্ব্যের বিকাশ
মুখ থুবড়ে পড়েছে,
দায়ী কে..!! দায়ী কে..!!
গাভী পালা উপাচার্যে..
৭.
গোলামীর শৃঙ্খল ছিড়ে ফেল
এসো স্বাধীণতার মিছিলে এসো।
৮.
ইতিহাসের দায় শোধ কর
ডাকসু নির্বাচন দাও
আমাদের অধিকার ফিরিয়ে দাও
৯.
যারা বিশ বছর ধরে অচল করেছে ডাকসুর চাকা
তাদের জায়গা ইতিহাসের কাঠগড়া
কেউ মুক্তি পাবে না..
১০.
ডাকসু বন্ধ কেন!
আর কয় প্রজন্মকে নুলা করে রাখবে তারা!
প্রশাসন জেনে রাখ-
এটা জাতির সাথে প্রতারনা..