যুগে যুগে কিছু উজ্জ্বল নক্ষত্র পৃথিবীতে আসে;
অন্ধকারে দীপ্তি ছড়িয়ে দিতে।
যাদের পতনের শব্দ শুধু হৃদয় শোনে,
তেমনি একটি নক্ষত্রের নাম শহীদ জিয়া।
সীমাহীন ক্ষতে যে নক্ষত্রগুলি
খচিত হয় , সে মুখ আমার প্রিয় নেতার,
সে মুখ মহান স্বাধীনতার ঘোষকের।
মাটিও মানুষের সম্পর্কের জুঁইফুলগুলি
কখন যে ঝরে যায়
চরম সত্যের কাছে
নত হয় হৃদয়,
বুকের গাঢ় ভাঁজে
পরিপাটি হয়ে বীভৎস স্মৃতিরা পড়ে থাকে
কাব্যভাষার পঙক্তিমালায়
হৃদয়ের কথোপকথন,
চলে যাওয়া মানে,শুধু হাহাকার নয়
পড়ে থাকা স্মৃতির দায়-ভার নেওয়া ।
উৎসর্গ-
প্রিয় নেতার ৮৩ তম জন্মবার্ষিকীতে মহান নেতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
- এম. বোরহান উদ্দিন রতন
জাতীয়তাবাদী ব্লাগার
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭