সময়ে বদলে যাওয়া কিছু বিষয় নিয়েই স্মৃতিকণা লিখছি এখানে কালের ধারাবাহিকতা সচেতনভাবে এড়িয়ে। এ লেখা একান্তই নিজেকে খুঁজে পাওয়ারই এক প্রয়াস বলা যায়
1. ফুলবাড়িয়ায় ছিল ঢাকার ট্রেন স্টেশন, সার্ক ফোয়ারা থেকে যে রাস্তা (সি আর দত্ত রোড) হাতিরপুল হয়ে কাঁটাবন দিয়ে চলে গেছে সেটাই ছিল রেলপথ। ১ম সার্ক সম্মেলনের সময় এই ফোয়ারাটি বানানো হয়।
2. ১৯৭৮ সালে জাপান এয়ারলাইনসের একটি বিমান হাইজ্যাক করে তেজগাঁও-এ নামানো হয়; আমরা দেখতে গিয়েছিলাম।
3. ’৮০ এর দশকেও বাংলাদেশে সাধারণভাবে বোতলজাত মিনারেল ওয়াটার পাওয়া যেতো না। মদের খালি বোতল কিনে তাতেই ফুটানো বা কলের পানি খেতো সাধারণ মানুষ।
4. ১ম সার্ক সম্মেলন উপলক্ষ্যে সার্ক দেশের সিনেমা টিভিতে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল, যেদিন ভারতীয় বাংলা মুভি দেখানো হতো সেই বিকালে আমাদের খেলার মাঠ থাকতো জনশূন্য।
5. ঢাকা শহরে মতিঝিলের টয়োটা বিল্ডিং ছিল এক সময় ঢাকার সর্বোচ্চ বিল্ডিং।
6. ট্রাফিক পুলিশের পোশাক সাদা রঙের ছিল, এরশাদ বদলে দেয়।
7. আলাউদ্দিন সুইটমিট ঢাকাতে মিষ্টিতে বিপ্লব আনে; বক্স প্যাকেটের ফুল কাভার তারাই শুরু করে।
8. বিটিভি-এর দুটি চ্যানেল ছিল ৯ নং মূল আর দ্বিতীয়টি ৬নং। ২৪ ঘন্টা অনুষ্ঠান প্রচারিত হতো না। বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলতো অনুষ্ঠান। শুক্রবারের হতো প্রভাতী অধিবেশন। সে সময় রিমোট কন্ট্রোল টিভি ছিল না।
9. সামরিক বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ এখন শুধু জাতীয় প্যারেড স্কোয়ারেই সীমাবদ্ধ। আগে এটি শুরু হতো মানিক মিয়া এভিনিউ-তে; আমরা টিভিতে দেখেই চলে যেতাম নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগনালে। কারণ মার্চপাস্ট করতে করতে তারা আমাদের সামনেই দিয়েই চলে যেতেন।
10. ক্রিকেটে বিদেশী দল হিসেবে প্রায় প্রতি বছর আসতো ইংল্যান্ডের এমসিসি ক্রিকেট ক্লাব আর পাকিস্থানী খেলোয়াড় নিয়ে গড়া দল। ভারতীয়রা কখনও আসতো না।
11. প্রেসিডেন্ট জিয়ার সময় প্লেন থেকে নানা বিষয়ে লিফলেট ফেলা হতো, বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত বেশি সংগ্রহ করতে পারে। প্লেন থেকে মশানাশক ওষুধও ছিটানো হতো।
12. ১৯৯০ সালের ডিসেম্বর মাসের আগে বিটিভিতে বঙ্গবন্ধুর কথা কখনো শুনি নাই। আমাদের প্রজন্মের কাছে তিনি ছিলেন খলনায়ক, শেখ কামাল ছিলেন ব্যাংক ডাকাত, মেজর ডালিম ছিলেন হতভাগা স্বামী, কর্নেল ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মেজর জিয়া স্বাধীনতার ঘোষক। আজ প্রকৃত সত্য প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২০