নির্মলা সময়ে এ কোন অশুভ স্রোত-ধারা
বহিয়ে দিচ্ছে এ কোন পিশাচ দিশেহারা!
মানবতার ক্রন্দনে ভারি হলো আকাশ-হাওয়া
অনলে জ্বলছে বেঁচে থাকার অধিকার চাওয়া।
সুখের দেশে ঘটে চলেছে এ কোন ধ্বংসের খেলা
মানবের লাশের রক্তে পিশাচী খেলায় যাচ্ছে বেলা...!
পাশবিক ক্ষমতা যেন অতি মূল্যবান ওদের আজ
মানুষ মেরে সম্পদ লাভ যেন ওদের নিত্য কাজ!
সন্তানের পিতৃ প্রাণ, আর মা-বোনের ইজ্জৎ যেন ছেলে খেলা
তাই দর্শকের ভূমিকায় আজ নীতিনির্ধারকের যায় বেলা!!!
প্রলয়ংকরী ধ্বংসের নিনাদ যেন করছে ভারী আকাশ
হে অপদার্থ, কানুনের কিতাব বুকে জড়িয় দাঁড়িয়ে কী চাস(!?)
তবে কী স্বার্থ তোদের কানুনের চোখ অন্ধ করে রেখেছে,
না কী ধ্বংস তোদের বুকে জড়িয়ে প্রলয়ের দিন গুনছে?
জেনে রাখিস, দেশের অস্তিত্ব রক্ষায়,
লাশের উপর দাঁড়িয়ে চলেছিল স্বাধীনতার যুদ্ধ,
আজ তোদের নরপিশাচী পাশবিকতায়
নিজেদের অস্তিত্ব রক্ষায় জাতি আবার ক্রুদ্ধ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ৩:৫৩