পদ্মপলাশ রাতুলচরণে ডাকে বুলবুল মহুয়ার বনে।
মিষ্টি বকুল, তারা ফু্ল, শিশুর পেলব অঙ্গ তুলতুল।
আম্র কাননে ফুটে থাকা মুগ্ধ আমের মুকুল
যেন নব বধুর নাকের নোলক মিষ্টি বকুল।
লাল শাড়ির আঁচলে ঘোমটা টানা রাঙ্গা নব বধু
দই-চিরা-খই পাকা আমে কত না মিষ্টি মধু।
গ্রীষ্মের কাঁঠাল, লিচু,পাকা আম, আর তাল
আর আনারসের সুমিষ্ট গন্ধে হই যে মাতাল।
সবুজে ঘেড়া, মায়া জড়ানো আমার গ্রামখানি
ঐখানেই দাঁড়িয়ে আছে ছোট্ট কুঁড়ে' ঘরখানি।
বৃক্ষরাজি দাঁড়িয়ে আছে যেন আত্মীয় এক সাথে
শীতল ছায়া দান করে চলে যখন চলি পথে।
আকাশে ভাসে মেঘ, থই থই জল বরষার কালে
চেয়ে দেখ, নদীর বুকে পাল উড়িয়ে নৌকা চলে।
চেয়ে দেখ, গগনে বিজলি চমক বাজছে মাদল
চল রে চল এই বুঝি আসছে আঝোর বাদল।
দুরন্তের দল, থইথই করা বরষার জল
হায়রে! এক পলক নৌকা বিনা অচল।
বিল হাওড়ের জল সদা অচঞ্চল
মনোমুগ্ধকর ফুটে কত না নীলোৎপল!
সেই হারানো মধুময় শিশুকাল
আহা কতো না ছিল সুখের হাল!
সুযোগ পেলে স্কুল পালিয়ে হারানো
ঢিল ছোড়ে শালিকের ঝাঁক তাড়ানো।
বই লুকিয়ে গাছের আড়ালে দাঁড়ানো!
মনের খেয়ালে বনবাদাড়ে হারানো
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭