অবহেলায় পড়ে আছে ঐ আবাদি জমিখানি
সৎ মহৎ-এর সোনা ফলিতো যদি সেচিতে পানি।
শুনি নি কভু ফুল ফোটা দেখে ঘৃণা করে কেউ তাকে
জানি নি কভু আলোর বিচ্ছুরণে ভয় জাগে কারও বুকে।
সুখ সুখ করিয়া জীবন জুড়িয়া জীবনের পথ ফুরালো, হায়!
মহৎ পাখিটাকে আবদ্ধ করিতে জানলি না তোর বুকের খাঁচায়।
হিংসা বিদ্বেষের অগ্নিশিখায় কতো না প্রাণ হারালো
অসৎ পিশাচের খড়গের নীচে কতো না রক্ত ঝরালো।
যে যত পারে মিথ্যার আড়ালে সম্পদের পাহাড় গড়িতে
আজ যেন তারাই বিজয়ের ঘোড়া চড়ে-বুদ্ধিমানের সারিতে।
অসৎ-এর অর্জিত জ্ঞান-বুদ্ধি আজ, শোষণের মঝবুত হাতিয়ার
সুরম্য অট্টালিকা গড়ে তারা, কেড়ে নিয়ে শোষিতের মুখের আহার।
পাষাণের মতো খড়গ চালিয়ে লুটিলে সম্পদ-কতো না গৌরবে(!?)
জেনে রাখ, এ সর্প সম্পদই পৌঁছে দিবে তোকে সেই কদর্য রৌরবে
[রৌরব - ভীষণ পাপীদের জন্য নির্দিষ্ট নরক]
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ১০:৪৮