আমায় বিশ্বাস কর অদিতি!
ঐ যে দেখছ! নীলাম্বরের অপুর্ব রংধনু!
জান,তুমি চাইলে ঐ রংধনুর মাল্টী রং এনে তোমার স্বপ্নিল
ডা্না রাঙ্গিয়ে দেব--
শুধু একবার ডানা মেলে উড়ে উড়ে
তোমার কিশোরী বেলার দুরন্তপনায় ফিরে এস....
হ্যা! তোমাকে আসতেই হবে....
তোমার অনাবিল আনন্দের অর্ণব জলে আমি নিজকে হারাতে চাই ।
স্বপ্নাবিষ্ট তোমার সরোবরে সাঁতার কেটে আপ্লুত হবো,
জলকেলির সময় তোমার মুখ-কমলে জল সিঞ্চন করব,
আর তুমি রাগত স্বরে বলবে- 'এই দু--ষ্ট! তোমার দুরন্তপনা
এখনো শেষ হলো না!'
তোমার চক্ষুপল্লবে সিঞ্চিত জলের মৃদু আঘাতে
যখন ক্রুদ্ধ হয়ে ঝাঁপ দিয়ে আমাকে জড়াবে-
আমার লোমশ বোকে' নিবিড় ছোঁয়ায়
হৃদয়ের উঞ্চালিঙ্গনে তোমার মনের সব কালিমা মুছে দেব।
আমার স্নিগ্ধ আলিংগনে আবার সেই কিশোরী বেলার
নবপল্লবে পল্লবিত হবে।
তুমি দেখেনিও! তোমার প্রাণোচ্ছল মুখচন্দ্রিকা দেখে
ধূসর জীবনে পার্থিব স্বর্গের শত দীপ জ্বা্লাব.....
শুধু তোমার জন্য অতলান্তের হিমশীতল
জলরাশির তল থেকে মুক্তা কুড়িয়ে এনে-
তোমার সবুজ অরণ্যে সুখের নীড় রচনা করব।
জান! তোমার প্রাণবন্ততা, তোমার দুরন্তপনা
আমার সমগ্র সত্ত্বাকে উজ্জীবিত করে.......
তোমার সুখস্পর্শের প্রতিটি উচ্ছ্বাসে
আমার পুষ্পিত আত্মাকে সঞ্জীবিত করে....... ।
আমি বার বার শুনতে চাই তোমার প্রতিটি নিঃশ্বাস।
একাকীত্বের নীল কষ্টে ক্লান্ত প্রজাপতির ডানাকে
ভা্লোবাসার কোমল ছোঁয়ায় আবার প্রাণবন্ত করে
নবজীবনের আস্বাদের জন্য আমার সমগ্র প্রয়াস.....
হ্যা প্রজাপতি! তোমাকে আবার প্রাণবন্ত হয়ে
রঙ্গিন ডানায় উড়তেই হবে....
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ রাত ৩:১১