তুমি আর তোমার চানাচুরের কৌটা,
ভালো থেকো, ভালো থেকো।
তোমার চেক শার্ট, রেড টিশার্ট,
ভালো থেকো, ভালো থেকো।
তুমি,
তোমার আমার লাল-নীল পাহাড়,
তোমার গান গাওয়া অজস্র রাত,
ভালো থেকো, ভালো থেকো।
তোমার নীল পাঞ্জাবি,
আমার গায়ে হয়তো নীল শাড়ি।
ধরে নেই আকাশে এক ফালি মেঘ,
ভালো থেকো, ভালো থেকো।
কালো রেশমি চুড়ি,
টেডিবিয়ার, প্রিন্সেস স্টিকার,
ছোট ছোট অজস্র আবদার,
ভালো থেকো, ভালো থেকো।
শেষ বিকেলের লুডুখেলা,
সন্ধ্যারাতের ছেলেমানুষি ঝগড়া
আর ঝগড়া শেষে রাগ ভাঙানোর পালা,
ভালো থেকো, ভালো থেকো।
আলতো করে হাত ছোঁয়া,
তোমার চুলে বিলি দেয়া,
হয়তো কখনো তোমার ঠোঁটের স্পর্শ পাওয়া,
ভালো থেকো, ভালো থেকো।
কাক ডাকা ভোরে ঘর ছেড়ে পালানো,
কাঁধে ব্যাগ,
চলন্ত ট্রেনের দিকে দৌড়ে ছুটে যাওয়া,
জানালার পাশে ট্রেনের সিটে ক্লান্ত দৃষ্টি নিয়ে তোমার বসে থাকা,
ভালো থেকো, ভালো থেকো।
তোমার আমার পাহাড়ে যাওয়ার স্বপ্ন,
পাহাড়ের গা ঘেষে ছোট্ট সংসারের স্বপ্ন,
ভালো থেকো, ভালো থেকো।
নিশ্চুপ গভীর রাত,
তোমার গায়ে ভীষন জ্বরের তাপ।
কাঁথার মত তোমার গায়ে জড়িয়ে থাকা,
আলতো করে তোমার গালে ঠোঁটে চুমু খাওয়া...
ভালো থেকো, ভালো থেকো।
ছোট-বড় রাগ অভিমান,
কথা বলা বন্ধ
তবু ইশারায় ভাবের আদান-প্রদান...
ভালো থেকো, ভালো থেকো।
অজস্র যন্ত্রনা,
অনেক ঝড়-ঝাপ্টা,
তবুও তোমার আর আমার মাঝে সীমাহীন ভালোবাসা...
ভালো থেকো, ভালো থেকো।