নিমতলির আগুনে মানুষ পুড়ে ছাই হলো। আমাদের প্রধানমন্ত্রী তিন কন্যার বিয়ে দিয়েই চুপ মেরে গেলেন। আজো সেই হত্যাকান্ডের রহস্য ভেদ হলো না, এই ঘটনার পিছনে দায়ীরা পেলো না উপযুক্ত শাস্তি......
তাজরিন গার্মেন্টসের মালিকের কি কোন শাস্তি হয়েছিল? না হয়নি। কখনো হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই।
সাভারের রানা প্লাজার মালিক এবং এই ভবন ধ্বসের পেছনে জড়িতদেরও কোন বিচার হবে না। কেন হবে না, কি জন্য হবে না, এসবের কোন উত্তর নেই। উত্তর হয়তো আছে, তবে সেই উত্তর আমরা সাধারন জনগন কখনোই জানতে পারবো না.......
আমাদের দেশের সরকার এতই গরীব যে, তিনি সাভারের রানা প্লাজা পর্যন্ত পর্যাপ্ত পানি, খাবার, এমন কি টর্চ লাইটও পাঠাতে পারেন না....!!! কারন তার কাছে তো জীবনের মূল্য মাত্র ২০,০০০ টাকা....!!!
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি প্রত্যেক কে ২০,০০০ টাকা দিয়ে আর রাষ্ট্রীয় শোক পালন করেই ক্ষ্যান্ত থাকবেন......??? এদেশের মানুষের প্রানের মূল্য কি এতটাই সস্তা.......????
এত শত শত দুঃখি পরিবারের জন্য কি শুধুমাত্র একটা রাষ্ট্রীয় শোকই যথেষ্ট......?????
যে দেশের প্রধানমন্ত্রীর গায়ে জড়ানো শাড়ীর দাম লাখ টাকারও বেশী, সে দেশের প্রধানমন্ত্রীর কাছে জীবনের মূল্য মাত্র ২০,০০০ টাকা.......!!!
আমাদের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে কোন ওয়াল-কাটার, ড্রিল মেশিন, ক্রেন পাঠাতে পারেন না। খুব জানতে ইচ্ছা করে, প্রান বাঁচাতে আপনি এতটা অপারগ কেন.......???
যেই শ্রমিকদের ঘাম জড়ানো পরিশ্রম দ্বারা এই দেশ কোটি কোটি বিদেশী মূদ্রা আয় করে, সেই শ্রমিকদের জীবনের কি কোন মূল্য নেই......???
দুঃখিত প্রধানমন্ত্রী, আমি সত্যিই খুব দুঃখিত। আসলে আপনাকে এসব প্রশ্ন করে কোন লাভ নেই।
কারন, মাসে মাত্র ৩ থেকে ৫ হাজার টাকা আয় করার জন্য আপনাকে গার্মেন্টস শ্রমিকদের মত হাড় ভাঙা পরিশ্রম করতে হয় না। আপনাকে গার্মেন্টস শ্রমিকদের মত জোড়া-তালি দিয়ে সংসার চালাতে হয় না। দুবেলা দু মুঠো অন্ন জোগাড় করার জন্য আপনাকে গার্মেন্টস শ্রমিকদের মত কষ্ট করতে হয় না। আপনাকে গার্মেন্টস শ্রমিকদের মত কষ্ট করে ছোট্ট বস্তি ঘরে পরিবার নিয়ে থাকতে হয় না। ২টা টাকা বাঁচানোর জন্য আপনাকে গার্মেন্টস শ্রমিকদের মত হেঁটে হেঁটে রাস্তা পার হতে হয় না।
চাইলেই এমন আরো অনেক শত শত উদাহরন দেয়া যায়। এসব উদাহরন দেয়া শুরু করলে শেষ হবে না........
কি পেলাম আমরা? কোন সুষ্ঠু বিচারটা পেলাম?
প্রধানমন্ত্রী, আপনি তো বলেছিলেন ক্ষমতায় এসেই যুদ্ধাপরাধীদের বিচার করবেন। চার বছরে তো ২ আনাও করতে পারলেন না।
সাগর-রুনি হত্যাকান্ডের আজ ৪৪০ তম দিন চলছে। এতগুলো দিন পার হবার পরও তো এই হত্যাকান্ডের রহস্য ভেদ করতে পারলেন না, বিচার করতে পারলেন না খুনিদের।
বি.ডি.আর. বিদ্রোহের হত্যাকান্ডের কি কোন সুষ্ঠু বিচার হয়েছে? হয়নি, হবে কিনা তারও কোন নিশ্চয়তা নেই।
ত্বকির হত্যাকারীকে এখন সারা দেশের মানুষ চিনে। তবুও এর কোন বিচার নেই।
এদেশে অনেক স্টুডেন্ট আছে যারা আর্কিটেকচার, CE তে পড়ে কিংবা ভবিষ্যতে এসব সাবজেক্টে পড়ার স্বপ্ন দেখে।
এসব স্টুডেন্টদের আর্কিটেক্ট, সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ২ মিনিটেই ভেঙে যায় যখন আমাদের স্বরাস্ট্রমন্ত্রী বলেন, "নাড়াচাড়া করার কারনে ভবন ধ্বস ঘটেছে....!!!"
তখন মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করতে ইচ্ছা হয়, "আপনি যেই বাড়িতে থাকেন, সেই বাড়িটা কি আপনি রেগুলার নাড়াচাড়া করে দেখেন যে ধ্বস ঘটবে কিনা......?????"
এসব প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে? কে দিবে উত্তর?
উত্তর নাহয় নাই পেলাম। তবুও কি এসবের কোন বিচার হবে না? দেশের মানুষ কি শান্তি পাবে না?
প্লিজ কিছু তো করুন। এমন মৃত্যু আমরা আর দেখতে চাই না.......