জন্ম নিলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই নিয়ম। জীব মানেই মৃত্যু অবধারিত। গাড়ি চাপায় মৃত্যু ও অগ্নিকান্ডে ঘটিত মৃত্যুকে দূঘটনা বলা হয়, রাজনৈতিক নেতাদের মৃত্যুকে দলীয় ক্রোধ হিসেবে মানা হয়। কিন্তু এ কোন ধরনের মৃত্যু স্বামীর হাতে স্ত্রী মৃত্যু তবে কি মানুষ সংসার জীবনকে অস্বীকার করবে, প্রেমিকের হাতে প্রেমিকার মৃত্যু-ভারোবাসা কি অপরাধ, ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু - পারিবারিক বন্ধন কি মিথ্যা, মায়ের হাতে সন্তানের মৃত্যু-তাহলে কি মাতৃত্বে কোন মূল্য নেই।
সকালে ঘুম থেকে উঠে যদি আশা করেন যে আজ একটি মৃত্যুর কথা শুনবো, তবে পত্রিকার পাতা খুললেই এর যে কোন একটি মৃত্যুর ঘটনা চোখে পরবে। প্রতি নিয়তই যেন স্বাভাবিক নিয়মে ঘটে চলছে এ ধরনের মৃত্যুর ঘটনা। আমরা কি সৃষ্টির সেরা সেই মানুষ জাতি ,যার হিংস্রতা হিংস্র পশুর চাইতে ও কঠিন। এভাবে চলতে থাকলে এক সময় মানুষ সংসার ত্যাগী হবে, হারিয়ে যাবে ভালোবাসার পাবিবারিক বন্ধ, কলংক আসবে গোটা মায়ের জাতিতে। আর এধরনে অপরাধ যারা করে তাদের আদালতে হাজির করে সাজার ব্যবস্থা করা হয়, কিন্তুু আপরাধ প্রতিরোধ হয় না হয় প্রতিকার।
সমাজে কি এর কোন প্রতিরোধমূলক ব্যবস্থা করা যায় না? ।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৫