আওয়ামী লীগ এখন নিয়ম করে প্রতি মাসে একটি যাত্রা পালা মঞ্চায়ন করে,এতে সাসপেন্স,কমেডি,ট্রাজেডিতো থাকেই,সাথে চরম নিষ্ঠুরতাও থাকে মাঝে মাঝে।তবে কাহিনী শেষ পর্যন্ত কেমন যেন ম্যাড়ম্যড়ে সমাপ্ত হয়। আর এতে আওয়ামী লীগের পোষা এক শ্রেণীর মীরাবাই হেইলা দুইলা দরবার নাচিয়ে বাতাস দেয়।
শেষ তিন মাস পর্যালোচনা করলে দেখি,
গত মাস অর্থাৎ এপ্রিলের যাত্রাপালা ছিলো,জয় হত্যা ও অপহরনের ষড়যন্ত্র।এতে শফিক রহমান গ্রেফতার ও রিমান্ড ভোগ করেন,সাথে মাহমুদুর রহমানও।তখন কিছু মীরাবাই (বুদ্ধিজীবি)রাও এতে বাতাস দেন।সাক্ষীও মানেন এফবি আই কে।কিন্তু যখন বলা হয় ,এফবি আইয়ের নথিতে ৩০০ মিলিয়ন ডলারের কথা উল্লেখ করা আছে এবং এ সম্পদ উৎসের কথা জানতে চাওয়া হয়,তখন আস্তে করে চুপসে যায় ঐসব বোদ্ধামহল এবং কেমন জানি এই হত্যা ও অপহরনের ষড়যন্ত্র যাত্রাপালা এখন ম্যাড়ম্যড়ে সমাপ্তি হওয়ার পথে।
তার আগের মাসে অর্থাৎ মার্চের ইস্যু ছিলো ২৮ বছরের পুরোনো একটি রীট পুনর্জিবীত করে, ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে থাকবে কি থাকবে না,পুরো মাস জুড়ে সাসপেন্সের ভিতর রাখা হয়।সাথে চলে মিছিল-মিটিং-প্রতিবাদ।পরবর্তিতে হাইকোর্টের রায়ে রীটটি বাতিল হলে,ইস্যুটির সমাপ্তি ঘটে।তবে এই ইস্যুতে কোনো নিষ্ঠুরতা না দেখানোর জন্য,আওয়ামী লীগ ধন্যবাদ পেতেই পারে।
তার আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারীর যাত্রা পালা ছিলো, ডেইলি ষ্টারের মাহফুজ আনামের টক শোতে একটি বক্তব্যকে কেন্দ্র করে ৭০এর উপরে প্রতিটি জেলায় মামলা এবং প্রায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতিপুরনের দাবী।এই যাত্রা পালায় সাসপেন্স ছিলো,এই বুঝি মাহফুজ আনাম গ্রেফতার হবেন এবং তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপুরন দেয়া হবে।কিন্তু না,হাইকোর্টের এক আদেশে তার সব মামলা স্থগিত এবং জামিন হয়ে গেলো।সাথে এটাও ম্যাড়ম্যাড়ে সমাপ্তি।
আর এই মে মাসে যাত্রাপালাটি হলো আসলাম চৌধুরী এবং মোসাদ।প্রকাশ্যে ঘুড়ে বেড়িয়ে,ফুলের মালা দিয়ে বরন করে,আবার সেই ছবি প্রকাশ করে,কিভাবে সরকার উচ্ছেদের ষড়যন্ত্র হয়,এরকম রগরগে, গা ছমছম করা রহস্য বের করতে মাসুদ রানাকে (কাজী আনোয়ার হোসেনের বইয়ের চরিত্র) দায়িত্ব দিলে,সে গোয়েন্দা চাকরীতে ইস্তফা দিতো নিশ্চিত।তবে মনে হচ্ছে অন্য যাত্রাপালাগুলোর মত, বিবিসির নিচের রিপোর্টের পর এই যাত্রাপালারও ম্যাড়ম্যাড়ে সমাপ্ত হওয়ার পথে।
মেনদি সাফাদিকে গুপ্তচর বলায় ভারতে বিস্ময়
এইভাবে প্রতি মাসে একেকটি যাত্রাপালা মঞ্ছায়ন করে, রিজার্ভ চুরি,স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষায় বিচ্ছিন্ন হত্যা, ৩০০ মিলিওন,ব্যাংক লুট,তনু হত্যা ইত্যাদিসহ বিনা ভোটে ক্ষমতায় থাকা ইস্যুগুলো আড়াল করে।
মনে হচ্ছে, আওয়ামী লীগের থিংক ট্যাঙ্ক এখন জুন মাসে কি যাত্রাপালা মঞ্চায়ন করবে,তার কাহিনী ঠিক করছে ।আমরাও ওয়েট করি,নতুন এক পালার জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ দুপুর ২:৫০