আজ আমি হঠাৎ বাথরুমে ঢুকে দেখি আমার প্যান্ট খুলছে না। জিপার খুলতে গেলেই আসে "Content blocked by operator upon request from Gf Authority". অথচ রুমে ঢুকলেই খুলতে পারছি। ফটফট করেই খুলে যাচ্ছে।বন্ধুকে বাথরুমে নিয়ে গিয়ে তার প্যান্ট খুললাম, খোলা যায়। আরও কয়েকজনের প্যান্ট খোলার চেষ্টা করছি,সবারটা খোলা যাচ্ছে।
আমি সত্যিই চাপহারা, বিষ্ময়ে কিছু করার সাহস পাচ্ছি না। আমার প্যান্ট কি জিএফএর ভিত নাড়িয়ে দিচ্ছে? আমার মত একজন সামান্য টয়লেটকারি কি এতই শক্তিশালী যে জিএফ টয়লেটে আমার প্যান্ট খোলা বন্ধ করে দিবে? আমি কি এতই পুরুষ হয়ে উঠেছি?
আমি জানি আমার প্যান্ট না খুললে অনেকেই খুশী হবে। প্যান্টে টয়লেট করলে ছাত্রলীগ,ভাদা,ছাগুসগহ সবাই তালি দিবে আনন্দ করবে। আমাকে অনেক জায়গা থেকে জিপার না খোলার জন্য অনুরোধ করা হয়েছিলো,কিন্তু শুনিনি। ডিজিএফ আই সেলাই করার কথা বলেছিলো,শুনিনি। কিন্তু তাই বলে এইভাবে ডাকস্বাধীনতায় বাঁধা দিবে। আজ আমার বাঁধা দিয়েছে কাল আপনার দিবে।
আমি যদি অযৌক্তিক কিছু করি তবে আমারে এড়িয়ে চলুন,নাকে হাত দিন। কিন্তু এভাবে টয়লেট করার অধিকার হরনকে কি বলবো আমি? ফেসবুকে হাজার হাজার দর্শক আছে,তারা যদি আমার টয়লেট পছন্দ না করে তবে আমাকে ছুড়ে ফেলে দিবে। কিন্তু এ সরকার কি করছে? আমার প্যান্ট খোলার অধিকার কেড়ে নিয়ে তাদের লাভ কি? গন্ধতো হবে আমার প্যান্ট। :#>
শেষবার চেষ্টা করলাম আবার, না খোলা যায় না। আবার ঘরে ঢুকে চেষ্টা করলাম। খুলে। পরে এক ভক্ত কইলো ভাই "আপনি যতবার ঘরে ঢুকেন ততবার প্যান্ট খুইলা ট্রাইজার্স পরেন,বাথরুমে গিয়া ট্রাউজারের জিপার খোলার চেষ্টা করেন। ট্রাউজারের জিপার থাকে না"
আমি তারে বললাম "অযৌক্তিক কথা বললে একদম গদামদিমু। ব্লক করলাম"