প্রতিবার তোমার নিঃশব্দতা
যখন আমাকে নীরবে জানান দেয়
তুমি আঘাত করেছো বন্ধ দরজায়
তুমি অতিক্রম করেছো তোমার সীমানা
বন্ধ দরজায় আঘাত করে করে
ক্লান্ত, অপমানিত হয়ে
যখন ফিরে আসি প্রতিবার
প্রতিজ্ঞা করি নিজের কাছে
আর কখনো আসবো না এ পথে
দাঁড়াবো না তোমার দরজায় ভিখিরি হয়ে
কিন্তু পারি নাতো.........কেন পারিনা ?
কেন তোমার বিষণ্ণ দৃষ্টি
আমাকে উদাস করে দেয়
তোমার মন খারাপ করা মুখ
আমার প্রতিজ্ঞাকে গুঁড়িয়ে দিয়ে যায়
কি হয়েছে ? মন খারাপ কেন ?
আমি একরাশ প্রশ্ন নিয়ে
তোমার কাছে চলে আসি
দাড়াই আবার বন্ধ দরজার সামনে
আমার সমস্ত অপমান ভুলে
তুমি প্রতিবার নিঃশব্দে আমাকে ফেরাও
ভাবো হয়তো তোমার জগতে
জোর করে জায়গা নিতে এসেছি
কিছু চাইতে এসেছি নিজের জন্য
কিন্তু বিশ্বাস করো
আমি আমার জন্য কিছু চাইতে
দাড়ায়নি কখনো তোমার দ্বারে......... দাড়াবো না
শুধু জানতে আসি তুমি ভাল আছতো ?
জানি তুমি কাছে আসতে দিবে না
তবু দূরে থাকতে পারি না
হয়তো এটাই আমার অক্ষমতা, দুর্বলতা