যদি পাথর ফেটে ঝর্ণা বয়
কালের খবর পৌঁছে যায়
চরম নৈরাজ্যে বনসাই বানর গুলো
চোখে ধুলো দিয়ে, চোখ মুছে তাকিয়ে আছে
প্রান্তনীতি প্রান্তিক অবয়বে
কোথায় যে যাচ্ছে! বলে যাচ্ছে না
ঝড়-বৃষ্টি! মাথায় নিয়ে কাকের মত
এ দেশের মানুষ, গৃহস্থালী
ঝুলে আছে বৈদ্যুতিক তারে
গ্রাম ভিজে ঘামে
শহর চোখের পানিতে;
অক্ষম পুরুষ, অসহায় নারী এবং শিশুরা হাহাকার করছে
অথচ আমাদের কোন যুদ্ধের প্রস্তুতি নেই!
'চাটার বাচ্চা চাটা'র দখলে
দাদার শহীদী রক্তাক্ত পিরান-
অথচ আমাদের কোন যুদ্ধের প্রস্তুতি নেই!
(উম্মুল কোয়াইন, আরব আমিরাত)