আমি হাসতে পারিনি গত বছর গুলোর কাতর যন্ত্রণায়
বিবশ রজনী গেছে একা নির্ঘুম নির্জনে
ঠিকানা ছিল যাযাবর পাখিদের মত
এথায় সেথায়
কখনো কখনো কোথাও না-
মেঘের পালকির মত শূণ্যতায় মিলিয়ে গেছি
সমুদ্রের লোনা বাতাসের অগ্রভাগে পাখিদের আস্কারায়
কেঁদে-কেটে কখনোবা বৃষ্টি নামাতো মেঘলা আকাশ;
বেদনার সংশ্রবে-
মরুর বালি প্রান্তর ধরে যখন হেঁটেছি
পদ-যুগলে মিলেছে স্নিগ্ধতার পরম শ্রাদ্ধ সমবেদনা,
বালিহাঁস গুলো ওড়ে এসে ছায়া দিতে গিয়ে
কার নাম যেন বলে গেছে রুষ্ঠ রচনায়-
অথচ আমি কিছুই বলিনি কাউকেই,
আমি আমাতেই ব্যস্ত অখণ্ড অবসরে বেলা-অবেলায়
রোদ-বৃষ্টি আলো-আধারে;
শুধু তাকিয়ে দেখেছি গত বছর গুলোর স্তব্দ চেহারা।