সামনে কিংবা পিছনে
কোথাও কোন ঘুমোবার জায়গা নেই-
তল্পিবাহক দুঃসহ প্রান্তিক খড়্গ
পেঁছিয়ে যাচ্ছে মৌন প্রতিটি রাতের আষ্টেপৃষ্টে
হররোজ পথে ছিটকে পড়া পোড়া মবিলের মত;
লোক গুলো পা মাড়িয়ে নিশ্চিন্তে হাঁটছে।
রাতের দীর্ঘায়তন বেশুমার
অন্ধকারের অবসান হয়ে
সকাল দুপুর পেরিয়ে মিষ্টি বিকেল আসবে কবে?
পাতা পলকহীন দুর্ভাবনায়
ঘুম গিয়েছে নির্বাসনে
আরো কী থাকে মাতম মম সংহার!
অপেক্ষায় রাতের আয়ু যেন বেড়ে যায়,
লক্ষ্মী ব্রক্ষ্মের আসন-বাসন ছেড়ে যায়!