সন্ধ্যার সব সেকেণ্ড অবিরাম বিরতিতে খসে যাচ্ছে-
সাঁইসাঁই বাতাসের মত,
রাতের গতরে অসংখ্য পোকার বে-তর গঞ্জনা-
দালান ওঠে যাচ্ছে পথে-প্রান্তরে,
ভোরের আলোয় দেয়ালে দেয়ালে পিপিলিকার হামাগুড়ি;
দীর্ঘ পথ অতিক্রম করার পরও
ভিখিরী দিনের কোন দায়বদ্ধতা নেই।
সমস্ত দিন বন্ধী দেয়ালে সহিষ্ণুতার যাঁতাকল,
অসহিষ্ণু হৃদয় গুলো
চারপাশ থেকে বজ্রকণ্ঠ মুক্তির শ্লোগানে;
কালের কপাট খুলে
দেয়াল ভেঙ্গে
উন্মাদনায়
প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে পাহাড় থেকে পাহাড়ের চোয়ালে।