কত স্বপ্নের আঁকা পথ বেয়াড়া বাঁকে
ত্রৈমাত্রিক ব্যঞ্জনায়;
আকাল মন্দায় রোদ-বৃষ্টি একসাথে
পাদ্রীর পথকে করে দেয় শঙ্কিত,
ধোঁয়া এবং আগুন ছিল টিয়ারসেল অথবা
পোড়া চাঁদের এক টুকরো উত্তপ্ত কয়লা,
মেঘের চালনা এবং পাথরের ভূঁইফোড়
ছেদ করে এঁকেবেঁকে গেছে একটি কানা নদী-
তার ঢেউ ছিল ফেনিল এবং বৈরাগীর পদধূলির মত।
তিমাথায় কতো কাল ধরে দাঁড়িয়ে ছিলাম,
ছিলাম ছিট মহল গুলো বুঝিয়ে দেব বলে,
খাজনা কিংবা আনুষাঙ্গিক সব দেনা
অথবা দরবারে বিচারাধীন বাজেয়াপ্ত ভালোবাসার
না দাবী-
আজ সব দেব অরিক্ত মননে পূর্ণিমা তিথিতে
কারণ শুক্লপক্ষ আজ আমাকে প্রবোধ দিয়েছে।
খেটে খাওয়া মানুষ গুলো মামুলি ফরমায়েশ
খাটুনি দিয়েই দিতে প্রস্তুত।