আমরা জানি মানুষের বাবা মা এর সাথে সন্তানের DNA এর মিল থাকে, কারো চেহার না দেখে বা ফ্যামিলি ইতিহাস না শুনে একই প্যাটান এর ডি এন এ র রেজাল্ট দেখে বলা সম্ভব তারা একই ফ্যামিলির লোক কি না ।
সেই অর্থে রক্তের এমন কোন ইন্টিগেটর না থাকলে ও বাবা মা এর সাথে সন্তানের রক্তের গ্রুপ এবং Rh ফ্যাক্টর এর একটা খুব গভীর কানেকশন আছে । যেমনঃ
১. বাবা A , মা A সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা O । না হবার সম্ভবনা B অথবা AB ।
২. বাবা A , মা B তাহলে সন্তান A, B, AB অথবা O যে কোনটি হতে পারে ।
৩. বাবা A , মা AB সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা B অথবা AB । না হবার সম্ভবনা O ।
4. বাবা A , মা O সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা O । না হবার সম্ভবনা B , এবং AB ।
৫.বাবা B , মা B সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা B অথবা O । না হবার সম্ভবনা A এবং AB ।
৬. বাবা B , মা AB সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা B অথবা AB। না হবার সম্ভবনা O ।
৭. বাবা B , মা O সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা B অথবা O । না হবার সম্ভবনা A এবং AB।
৮. বাবা AB , মা AB সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা B অথবা AB । না হবার সম্ভবনা O ।
৯.বাবা AB , মা O সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা A অথবা B । না হবার সম্ভবনা O এবং AB ।
১০. বাবা O , মা O সন্তানের ব্লাড গ্রুপ হবার বেশি সম্ভবনা O . না হবার সম্ভবনা A , B এবং AB ।
একই ভাবে Rh ফ্যাক্টর ।
১. বাবা পজেটিভ , মা পজেটিভ সন্তান পজেটিভ নেগেটিভ যে কোনটি হতে পারে ।
২. বাবা নেগেটিভ , মা পজেটিভ সন্তান পজেটিভ নেগেটিভ যে কোনটি হতে পারে ।
৩. বাবা নেগেটিভ , মা নেগেটিভ সন্তান অবশ্যই নেগেটিভ ।
৪. বাবা পজেটিভ , মা নেগেটিভ সন্তান পজেটিভ নেগেটিভ যে কোনটি হতে পারে ।
Rh ফ্যাক্টর শেষের ম্যাচ টি অথাৎ বাবা পজেটিভ , মা নেগেটিভ খুবি বিপদ জনক।
বাবার Rh ফ্যাক্টর পজেটিভ , মার Rh ফ্যাক্টর নেগেটিভ এবং মায়ের পেটের প্রথম সন্তানের Rh ফ্যাক্টর নেগেটিভ হলে কোন সমস্যা নাই। তবে প্রথম সন্তানের Rh ফ্যাক্টর পজেটিভ হবার সম্ভবনা বেশি এক্ষেত্রে এই প্রথম সন্তান এর কোন সমস্যা নাই কারন গর্ভকালিন সময় কিছু হয় না কিন্তু বাচ্চা জন্ম নেবার সময় মায়ের শরীরে একধরনের অ্যান্টিডি-অ্যান্টিবডির সৃষ্টি হয় যা পরবর্তী সময় আবার গর্ভধারণ করলে এবং সেই পরবর্তী বাচ্চার রক্ত Rh ফ্যাক্টর পজেটিভ হলে আগে সৃষ্টি হওয়া অ্যান্টিডি-অ্যান্টিবডি এই পজেটিভ রক্তকোষ গুলো কে মেরে ফেলে যার ফল হয় বাচ্চার মৃত্যু ।
এই জন্য বাবার Rh ফ্যাক্টর পজেটিভ , মার Rh ফ্যাক্টর নেগেটিভ হলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। বিষয়টি ডাক্তার কে অবহিত করা খুবি জরুরি। ডাক্তার ৭ মাস এবং সাড়ে ৮ মাসের সময় বিশেষ চেকআপ এবং চিকিস্যা করবেন । এবং অবশ্যই অবশ্যই প্রসব-পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ‘অ্যান্টিডি ইমিউনোগ্লোবুলিন’ দিবেন যা অ্যান্টিডি-অ্যান্টিবডির সৃষ্টি প্রতিরোধ করবে । আমি পারসোনালি ডাক্তার এর কাছ থেকে জেনেছি এটি প্রসব কালিন জটিলতা সঠিক চিকিস্যা নেওয়া হলে এটি কোন
সমস্যাই না এবং পরবর্তী তে বাচ্চার উপর এর অন্য কোন প্রভাব পড়ে না।
বাবার Rh ফ্যাক্টর পজেটিভ , মার Rh ফ্যাক্টর নেগেটিভ নিয়ে সামুতে অনেক পোস্ট আছে। প্রসঙ্গে এসে গেল তাই আবার উল্লেখ করলাম । একই জিনিষ আবার এসে যাবার জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রাথি ।