গরমে অতিস্ট হয়ে যাচ্ছি । কাপড় চোপর গায়ে রাখা খুবি কষ্টর । বউ এর সাথে এই নিয়ে মন কষাকষি । আচ্ছা সেই গল্প পরে বল্ব ।
গরমের সময়ে কিন্তু আমাদের দেশে সব চেয়ে ভাল ফল ফ্রুটস হয়।
ভাল গরম না পড়লে কিন্তু কাঁঠাল পাকে না । কে কে কাঁঠাল খেতে ভালবাসেন ? গোঁফে তেল দিন কাঁঠাল কিন্তু এসে গেল । আমি প্রতিদিনি দিচ্ছি আর গাছে উঠে কাঁঠাল এর সাইজ মেপে আসছি ।
সাথে গরমের ফল আম । ছোট বেলায় কাঁচা আম খেতে খেতে গালচি তে আমের আঠায় ঘা হয়ে যেত । এখনও কি কারো হয় । আমি তো দেখি না ।
মাঝখান দিয়ে লিচু বাদ যাচ্ছে । লিচু বাজারে না আসলে পকেটের বাড়তি পয়সা খরচ হবে কিভাবে। অসুবিধা নাই লিচুর গায়ে ও রঙ দেখা যাচ্ছে ।
খেজুর এখনও কাঁচা । কিন্তু খুব দ্রুত এই কাঁচা খেজুর পেকে যাবে । এই রোজা এসে গেল, তখন এরাবিয়ান খেজুরের সাথে দেশি খেজুর ও খেতে পাবেন।
আচ্ছা কেউ কি দয়াকলা খান ? দয়াকলা মানে বিচি কলা । আমার এক দোস্ত আছে সে বলে বিচিকেট । কিছু মানুষ আছে দয়াকলা পেলে পাগল হয়ে যায় ।কি জানি কি আছে এতে ।
গ্রামে মাঠে মাঠে ধান পেকেছে । কৃষকরা ধান কাটা শুরু করেছে ।
বৈশাখ মাস কাল বৈশাখীর কথা মনে আছেতো । এবছর বৈশাখে সব চেয়ে বেদনা বিধুর যে ঘটনা আমাদের জিবনে ঘটলো তা হল সাভার ট্রাজেডি । রহম কর আল্লাহ আমাদের উপর রহম কর ।