জনপ্রিয় ব্রিটিশ পোশাক খুচরা বিক্রেতা প্রিমার্ক ( Primark ) বলেছে বাংলাদেশের সাভারে পোশাক কারখানা ধ্বসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।
তারা আরও বলেছে যে তাদের জানা আছে যে এখন পযন্ত ওখানে প্রায় 400 জনের মত মৃত্যুবরন করেছে।
Primark বলেছে তারা একটি স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ক্ষতিগ্রস্তদের ক্ষতি নিরুপনের জন্য এবং তাৎক্ষণিক জরুরী খাদ্য ও অন্যান্য সাহায্য বিতরন এর জন্য ।
এই সাহায্য এর ভিতর আছে যে সমস্ত শিশুরা তাদের বাবা অথবা মা অথবা উভইই হারিয়েছে তাদের জন্য দীর্ঘমেয়াদী সাহায্য পরিকল্পনা । এছাড়া যারা আহত তাদের আর্থিক সাহায্য এবং মৃতের পরিবারের জন্য অর্থপ্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে ।
Primark ব্রিটিশ খাদ্য কোম্পানি ABF এর অধিনস্ত একটি কোম্পানি এবং এর নিজস্য সদর দপ্তর আয়ারল্যান্ডে.
তারা বলেন আমরা লক্ষ্য করেছি যে একই বিল্ডিং এ আমাদের অর্ডারের পোশাক ছাড়াও অন্য কম্পানির পোশাক ও তৈরি হচ্ছিল । আমরা অন্য কোম্পানি গুলকেও সাহায্য দেবার জন্য এগিয়ে আসার আহবান জানাই ।যেমন আমরা নিশ্চিত হয়েছি যে স্প্যানিশ লেবেল Mango এর কোম্পানির পোশাক ও তৈরি হচ্ছিল একই ব্লক এ ।
সোমবার ২৯ এপ্রিল এই ইমারত দুর্ঘটনা স্বতেও অন্যান্য পশ্চিমা পোশাক বাবসায়িরা বাংলাদেশের সাথে ব্যাবসা চালিয়ে যাবার অঙ্গীকার করার পর Primark – এর এই বক্তব্য এল।
---BBC