সুপ্রিয় বন্ধুরা ,আজ আপনাদের আমি এমন এক হাস্য রসাত্মক উপখ্যান শোনাব যার অমৃত রস আস্বাদন করে আপনারা চরম তৃপ্তি লাভে ধন্য হবেন ।তার পূর্বে সকল সনাতন বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা ।সনাতন শাস্ত্রে শারদীয় দুর্গাপূজাকে "অকালবোধন" বলা হয়ে থাকে । কালিকা পুরাণও বৃহদ্ধর্ম পুরাণ অনুসারে, রামও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করা হয়েছিল ।
হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা নাক ডাকা ঘুমে আচ্ছন্ন থাকেন ,তাই এই সময়টি তাঁদের পূজার জন্য যথাযথ সময় নয় ।অকালে এই পূজা অনুষ্ঠিত হয় বলে এই পূজার নাম হয় "অকালবোধন" ।এই দুই পুরাণ অনুসারে, ভগবান রামকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা ,দুর্গার বোধন ও পূজা করেছিলেন । কৃত্তিবাস ওঝা তাঁর রামায়ণে লিখেছেন, ভগবান রাম স্বয়ং ঈশ্বর হয়ে ও দেবি দুর্গার বোধন ও পূজা করেছিলেন ।কিন্তু ঈশ্বরকে কেন সাধারন একজন দেবির পূজা করে তাকে তুষ্ট করতে হয় তা আজও আমার বোধগম্য নয় ।হংস নারায়ণ ভট্টাচার্যের মতে, "...অকালবোধন শরতে বৈদিক যজ্ঞের আধুনিক রূপায়ণ ছাড়া আর কিছুই না" ।ব্রহ্মবৈবর্ত পুরাণমতে, বিশ্ব প্রেমিক ভগবান শ্রীকৃষ্ণ প্রথম দুর্গাপূজা করেছিলেন ।ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে-
প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্ট্যাদ্যৌ গোলকে রাগমণ্ডলে মধুকৈটভভীতেন ব্রহ্মণা সা দ্বিতীয়তঃ ত্রিপুরপ্রেষিতেনৈব তৃতীয়ে ত্রিপুরারিণা ভ্রষ্টশ্রিয়া মহেন্দ্রেন শাপাদ্দুর্বাসসঃ পুরাচ তুর্থে পূজিতা দেবী ভক্ত্যা ভগবতী সতী তদা মুনীন্দ্রৈঃ সিদ্ধেন্দ্রৈর্দেবৈশ্চ মুনিমানবৈঃ পূজিতা সর্ববিশ্বেষু বভূব সর্ব্বতঃ সদা
অর্থাৎ, সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা কৃষ্ণ বৈকুণ্ঠের আদি-বৃন্দাবনের মহারাস মণ্ডলে প্রথম দেবি দুর্গার পূজা করেন ।এরপর মধু ও কৈটভ নামে দুই অসুরের ভয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার পরহিত ধূতি প্রায় খুলে পড়ার উপক্রম হলে তিনি দ্বিতীয় বার দেবি দুর্গার পূজা করেছিলেন ।ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান শিব বিপদে পড়ে তৃতীয় বার দেবি দুর্গার পূজার আয়োজন করেন ।দুর্বাসা মুনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ভগবান ইন্দ্র ,দেবি দূর্গার পূজার আয়োজন করেছিলেন, সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা ।এভাবে ঈশ্বরগণ ,ভগবানগণ বিপদে পড়ে ধূতি খুলে পড়ার উপক্রম হলে তারা এক অসামান্য নারী ,দেবি দূর্গার কৃপা লাভের নিমিত্তে তাকে তুষ্ট করার জন্য বিভিন্ন সময় এই পূজার আয়োজন করতেন ।এরপর থেকেই পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বিরা নানা দেশে নানা সময়ে দুর্গাপূজা করে আসছে ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১২