মূল গান :
.
বুকের জমানো ব্যথা
কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের
নদীতে।
অন্যের হাত ধরে চলে গেছ
দূরে পারি না তোমায় ভুলে যেতে
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
-নজরুল ভার্সন-
পাষাণ পাঁজরে জমিছে ব্যথা
কোথা রে তুই গেছিস কোথা?
ধরেছিস কার হাত?
মানব না আজ থামব না আজ
হবে যে সংঘাত।
কান্নার জল, ব্যাকুল আমি, ভানছে ঢেউ
চোখে,
গড়ব শ্মশান, মারব লাথি ওই যুবকের
মুখে।
যাব আমি সেথা,
কোথা রে তুই কোথা?
কোথা রে তুই কোথা?
-RaP ভার্সন-
হেই ইয়ো ইয়ো...
ও ম্যান বুকে জমেছে অনেক কষ্ট,
কষ্টের চোটে আমার মাথা আজ নষ্ট।
উথলে উঠেছে বুকে ঢেউ
আশপাশে নেই কেউ।
হেই ইয়ো ইয়ো...
চলে গেছ অন্যের সঙ্গে বলেছ বাই,
যাও যাও বেবি আমার ঠ্যাকা নাই।
শুধু ফেরত দিয়ো সব চায়নিজের বিল।
নাইলে মাটিতে পড়বে না কিল
হেই ইয়ো ইয়ো..
হই...
বিল কই?
বিল কই?
বিল কই?
ফেবু থেকে সংগৃহীত্।