আঁর পইল্লা পোষ্টে অঁনরা-রে চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার শুভেচ্ছা!
বলগের বদ্দা ও বইন অক্কল ইবা আঁর পইল্লা পোষ্ট। বলগে আঁর পইল্লা পোষ্টে অঁনরা-রে চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার শুভেচ্ছা জানাইয়া শুরু গইরল্লাম। চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার মধ্যে উঁনি, মইষখাইল্লা পান, মেজ্জাইন্না গোস্ত, পইল্লা মাছ, লইট্টা মাছের হতা হন যায়। আঁই আশা গরি বলগের আগামী দিনগুন আঁরার এক্যোয়াত্রে ভালা ভাবে হাডিব। বেয়াগ্গুনরে... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ২১৭ বার পঠিত ০
