কৃ্ষ্ণ করলে লীলাখেলা - আমি করলে পাপ। কিছু বললে হাজী সাহেবের মুখটা খারাপ.........
আমি এ পর্যন্ত কয়েকটি অফিসে চাকরি করেছি। প্রায় প্রতিটি অফিসে কলিগেরা খুব ভালো-মানে পরহেজগার। তাদের অধিকাংশই নামাজী। খুব ভালো লাগে - যখন দেখি নামাজের পরে তাদের মধ্যে একটা বিশাল প্রশান্তি,তুষ্টি - কারন তাদের জন্য অপেক্ষা করছে অনন্ত কালের জান্নাত। গরিব হয়ে ও সুখে থাকার সুন্দর উদাহারন এটি। বেশিরভাগ সময়ই তারা আমাকে নামাজের জন্য ডাকে। কিন্তূ সমস্যা হচ্ছে - আমি আবার পথভ্রষ্ট।
আমার প্রশ্ন হচ্ছে - আমাকে নামাজের জন্য ডাকলে সমস্যা না। কিন্ত আমি পথভ্রষ্ট(নাস্তিক) বললেই .........
আমি এখন শুধুই তাদের মজা দেখি।
তারা আমাকে দাওয়াত দেয় - ভাবছি আমি ও দাওয়াত দেয়া শুরু করব কিনা!!!!!!
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১২ সকাল ১০:৩৮