প্রথম পদ্ধতিঃ
IDM ব্যবহারকারীদের জন্যঃ
সাধারন ভাবেই মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। এবার একটু ডাউনলোড হতে দিন। ৫% বা কিছু বেশী । এবার আসল কাজ করার পালা। My Computer ওপেন করেন এরপর যথাক্রমে C Drive ওপেন করেন > Users > Atik > AppData > Roaming > IDM > DwnlData > Atik ব্যাছ ব্যাছ ব্রেক ব্রেক আর কোথাও যেতে হবে না। আমাদের কাঙ্কিত লোকেশনে চলে এসছি । এবার ইদুরের ডান দিকের কানটা মলা দিয়ে Group By > Date Modified সিলেক্ট করে দিন। তাহলেই দেখতে পাবেন আপনার লাস্ট রানিং ডাউনলোড আইটেম সবার উপরের ফোল্ডারে শো করতেছে। আর কিসের জন্য অপেক্ষা যান ফোল্ডারটি ওপেন করে দেখে নিন আপনার হবু বৌ সরি হবু মুভি দেখতে কেমন হবে !
বিদ্রঃ এখানে Atik পিসির ইউজার নেম ছিল। এটা যে যার পিসির ইউজার নেম দেখে ওপেন করবেন। আর এই পদ্ধতিতে অবশ্যই হিডেন ফাইল শো করানো থাকতে হবে। তা নাহলে AppData ফোল্ডারটি শো করবে না।
IDM এর ডাউনলোড ফোল্ডার ওপেন করার প্রসেসটা ঝামেলার মনে হচ্ছে? তাহলে নিচের সহজ প্রসেসটি ফলো করুন... নিচের পদ্ধতিটাতে এক ক্লিকেই ডাউনলোড ফোল্ডার ওপেন করতে পারবেনঃ-
প্রথমে ডেস্কটপের উপর ফাকা জাইগায় রাইট বাটন প্রেস করে "New" থেকে "Text Document" এ ক্লিক করুন। তাহলে একটা নোটপ্যাড txt ফাইল তৈরি হবে। এবার ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করুন এবং নিচের কোডটি কপি পেস্ট করে দিন।
%SystemRoot%explorer.exe "%systemdrive%Users%username%AppDataRoamingIDMDwnlData%username%"
এবার "File" এ ক্লিক করে "Save As" এ ক্লিক করুন। এবং ফাইল নেমের টেক্সটবক্সে "IDM.cmd" লিখে ফাইলটি সেভ করে ফেলুন। ব্যাছ কাজ শেষ। এবার যখনই "IDM" ডাউনলোডের ফোল্ডারটি ওপেন করার দরকার হবে... শুধু IDM.cmd এই ফাইলটার উপর ডাবল ক্লিক করুন তাহলেই এক লাফে মেইন ফোল্ডারটি ওপেন হবে। ম্যানুয়ালি আর হাজারটা ফোল্ডার ওপেন করার প্রয়োজন হবে না।
উপরের কোডের কমান্ড গুলার মিনিং...
%SystemRoot% এটার মানে "windows" ফোল্ডারকে বোঝায়। আর %SystemRoot%explorer.exe মানে windows ফোল্ডারের মধ্যে থাকা explorer.exe এই ফাইলটিকে রান করার জন্য কমান্ড দেয়া হচ্ছে।
%systemdrive%: এটার মানে... windows যে ড্রাইভেই ইন্সটল দেয়া থাকনা কেনো সেটা Auto ডিটেক্ট করবে। এটা ইচ্ছা করলে "C:" এটাও দিতে পারেন। কারন windows নরমালি সি ড্রাইভেই থাকে।
%username%: এই কমান্ডটি গুরুত্বপূর্ণ। কারন প্রত্যেক কম্পিউটারের ইউজার নেম ভিন্ন ভিন্ন। আর এই কমান্ডটি আপনার কম্পিউটারের ইউজার নেম যেটাই থাকনা কেন সেটা অটো ডিটেক্ট করে নিবে।
আর বাকি কমান্ড গুলো কাঙ্কিত ফোল্ডারের নাম বোঝাচ্ছে বুঝতেই পারছেন?
%SystemRoot%explorer.exe "%systemdrive%Users%username%AppDataRoamingIDMDwnlData%username%" পুরোটার মানে explorer.exe প্রোগ্রামটিকে ব্যবহার করে যথাক্রমে লিখে দেয়া ফোল্ডার গুলোকে ওপেন করার জন্য কমান্ড দেয়া হচ্ছে।
দ্বিতীয় পদ্ধিতিঃ
FireFox বা Google Chrome এর জন্যঃ
প্রথমে মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। ৫ % বা কিছু বেশী ডাউনলোড হওয়ার পরে। ব্রাউজারের মধ্যে Control + J প্রেস করেন। ডাউনলোড মেনেজার ওপেন হবে। এরপর যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেটার উপর ইদুরের পয়েন্টার রেখে ডান দিকের কান মলা দেন। এরপর Open Containing Folder অপশনটিতে ক্লিক করেন। তাহলেই দেখবেন ভিডিও ফাইলটা আপনার সামনে চলে এসছে। তো আর কি ? ওপেন করে চেক করে ফেলুন । আর সব ঠিক থাকলে হ্যাপি ডাউনলোড...
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৬