নাস্তিকদের প্রতি আমার ব্যক্তিগত কোন আক্রশ বা ঘৃনা নেই । সত্যিকথা বলতে কি ২০১০ এর জুনে ফেইসবুক একাউন্ট খুললেও ২০০৭ হইতে ২০১৩ পর্যন্ত আমি কিছু ওয়াপ চ্যাট সাইটে সময় কাটাতাম । সেই সুবাদে
ইউরোপ আমেরিকা থেকে বেশ কিছু নাস্তিকের সাথে বন্ধুত্য ও সখ্যতা গড়ে উঠে ছিল।
সেই সমস্ত নাস্তিকদের আমার খুবই জ্ঞানী মনে হত । বিজ্ঞান সম্পর্কে তাদের জ্ঞান ছিল অফুরন্ত । তাদের এই জ্ঞানের জন্য আমি তাদের শ্রদ্ধা ও সম্মান করতাম । ফোরামের মাঝে বিভিন্ন টপিকে আমার তাদের সজ্ঞে প্রচুর আলোচনা হত । তাদের সজ্ঞে আলোচনায় আমি যে বিষয়টি জানতে পেরেছি তা হল ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্ট ধর্মের মত নাস্তিকতা তাদের ধর্ম । এবং আল-কোরআন, গীতা ও বাইবেলের মত বিজ্ঞান তাদের ধর্মীয় গ্রন্থ ।
তাদের সাথে আলোচনা করে একটা বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে তাদের ধর্মীয় গ্রন্থ বিজ্ঞান সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখে । তাদের তুলনায় আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ আল-কুরআন , গীতা বা বাইবেলে সম্পর্কে তত জ্ঞান রাখি না ।
এখানে একটা কথা বলে রাখা ভালো প্রকৃত এবং খাঁটি নাস্তকিদের সজ্ঞে যুক্তি তর্ক করতে হলে আপনার নিজ ধর্মীয় গ্রন্থের পাশাপাশি তাদের ধর্মীয় গ্রন্থ বিজ্ঞানের যুক্তিগুলো সম্পর্কেও জানা থাকতে হবে । তা না হলে তাদের প্রথম যুক্তির কাছে আপনার ধর্ম ফেল হয়ে যাবে । সেই সব বিষয়ে অন্য কোনদিন আলোচনা করব । ফিরে আসি আজকের আলোচনায় "বাংলাদেশের প্রেক্ষাপটে নাস্তিকতা".........
বাংলাদেশ কিংবা ভারতে কোন প্রকৃত নাস্তিক আজও আমার চোখে পড়েনি । আমি আগেই বলেছি প্রকৃত নাস্তিকদের আমি সম্মান করি , শ্রদ্ধা করি । প্রকৃত নাস্তিকরা কোন ধর্মকেই যেমন বিশ্বাস করে না ঠিক তেমনি কোন ধর্মের প্রতি কটুক্তিও করে না । অন্য ধর্ম অবলম্বীরা যেমন তাদের ধর্মে বিশ্বাস করে ঠিক তেমনি নাস্তিকরা তাদের ধর্ম বিজ্ঞানে বিশ্বাসী । সেখানে আমি দোষের কিছু দেখি না । আপনার যদি নিজ ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে আপনি তাদেরকে বুঝান ।
বাংলাদেশে নাস্তিকতাঃ নিচের দু,টো প্রশ্ন ও তার উত্তর মনোযোগ দিয়ে পড়ুন ।
১। বাংলাদেশ কি কোন নাস্তিক আছে ?
...একদম চোখ বন্ধ করে এর উত্তর দেওয়া যায় "না, এই দেশে কোন নাস্তিক নেই"। আমি জানি আপনাদের অনেকেই এখন আমাকে নাস্তিক ট্যাগ দিতে উদগ্রীব হয়ে হয়ে পড়েছেন । আমাকে নাস্তিক ট্যাগ দেওয়ার পূর্বে পরবর্তী প্রশ্ন ও তার উত্তর দয়াকরে পড়ুন ।
২। যদি বাংলাদেশ কোন নাস্তিক না থাকে তবে ওরা কারা, যারা ফেইসবুক বা বিভিন্ন ব্লগে ইসলামের বিরুদ্ধে লিখে? ওরা কি নাস্তিক নয় ?
-----না, ওরা নাস্তিক নয় । নাস্তিক হওয়ার যোগ্যতা ও জ্ঞান তাদের নেই । তারা শুধু কিছু কুশিক্ষিত বেহায়া ও চরিত্রহীন লোক । যারা ধর্মের বাঁধার জন্য লম্পট, দুশ্চরিত্র কুৎসিত মনোভাষনা সরাসরি পূর্ন করতে পারে না । এরা সমাজের কিট । এদের মাঝে যেমন কিছু পুরূষ আছে তেমনি কিছু নারীও আছে । এরা ধর্ম বিদ্বেসী কিনতু নাস্তিক নয় । এরা কেউ ধর্ম বিদ্বেসী হয় বহু নারী-পুরূষের সাথে মিলনর জন্য । কেউ বা ধর্ম বিদ্বেসী হয় বিনা খরচে জার্মান যাওয়ার জন্য । তার জলন্ত প্রমান তসলিমা নাসরিন এবং আসিফ মহিউদ্দীন ।
এই সমস্ত ইসলাম বিদ্বেসীদের একটা ব্যাপার আমার চরম হাসির উদ্রেগ করে । তারা তাদের নিজ ভাষা বাংলাই সঠিকভাবে জানে না অথচ তারা আল-কুরআনের বঙ্গানুবাদ পড়ে তার ব্যাখা করতে যায় । এদের মত মূর্খ মানব আর হয়না । আল-কুরআন সম্পূর্ন আরবী ভাষায় লিখিত । একে সঠিক বা ভূল প্রমান করার জন্য আগে আরবী ভাষা ও ব্যাকরণজানা আবশ্যক ।
মূলকথাঃ বাংলাদেশের লম্পট দুশ্চরিত্রের ইসলাম বিদ্বেসীদের টার্গেট থাকে ইমলামের বিরূদ্ধে লিখে জার্মানীর নজরে আসা । এবং বিনা খরচে জার্মান পাড়ী দেওয়া । জার্মান একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট । ইসলামের বিরূদ্ধে লিখার জন্য খ্রীষ্টানরা তাদের অর্থ দেয় এবং এক সময়ে জার্মান নিয়ে যায় । তারা যদি নাস্তিক হত তবে খ্রীষ্টানরা কখনও তাদের টাকা দিত না । কারন নাস্তিক হওয়া মানে সব ধর্মকে অস্বীকার করে বিজ্ঞানকে ধর্ম হিসেবে মেনে নেওয়া ।
প্রতিকারঃ প্রকৃত এবং খাঁটি নাস্তিকদের জন্য কোন প্রতিকারের প্রয়োজন নেই । আপনার যদি নিজ ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে তবে তাদেরকে বুঝানোর দায়িত্ব আপনার । নাহয় আপনার ধর্ম আপনি পালন করুন আর তাদের ধর্ম তাদরকে পালন করতে দিন । কিন্তু যারা নাস্তিকের মুখোশ পড়ে শুধূ মাত্র বহু নারী এবং টাকার জন্য খ্রীস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে তাদেরকে অঙ্কুরেই মেরে ফেলতে হবে । তাদের জন্য একটাই শাস্তি প্রযোজ্য "স্যুট এট সাইট" ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:২৪