এমনই এক বৃষ্টি উৎসবে তুমি ডেকেছিলে,
আমি ছিলাম দাঁড়িয়ে রাস্তার ওপারে।
তোমার আমন্ত্রণে পরান আনন্দে আটখানা,
মনেছিলোনা সাথে আছে সনিএরিকসন এক্সপেরিয়া।
এগলি-ওগলি করে পার হলাম কতটা পথ,
রসিক রিকশাওলা মামাও ছিলো একমত।
সেদিন রিকশাওলা মামা একা ভেজেনি,
সাথে সঙ্গী ছিলাম তুমি-আমি।
বৃষ্টির এই রিমঝিম তাই ভালোলাগে,
বৃষ্টি হলেই তোমাকে আরেকটু বেশি ভালোবাসি।
হঠাৎ বৃষ্টির তেজ কমে গেলো,
কি আফসোসটাই না হলো।
ঘুরলাম আরো কতটা সময়,
হাতে হাত পেলামনা কাউকে ভয়।
রাস্তার ঐ আন্টি তাজ্জব মনে বলে,
পোলাপানের কি অবস্থা হায়, হায়।
তুমি-আমি হাসি আর ভাবি,
ভালোবাসা কতো নির্লজ্জময়।
বৃষ্টির এই রিমঝিম তাই ভালোলাগে,
বৃষ্টি হলেই তোমাকে আরেকটু বেশি ভালোবাসি।