কষ্ট, আজ তুমি চলে যাও।
অন্যকোনো দিন এসো...
মনের ঘরে ছাইচাপা আগুন.
দিওনা ফু, জ্বলবে দ্বিগুণ।
যাও, যাও, যাও,
প্লিজ, এখন এসোনা।
বুকটা হয়ে আছে নোনা দ্বীপ,
চোখ দুটোয় নেই মেঘের অভাব।
হাতে গোনা ক'টা দিনের স্মৃতি,
অমূল্য সম্পদ, করোনা ডাকাতি।
কষ্ট, আজ তুমি চলে যাও।
প্লিজ, এখন এসোনা।
অপেক্ষার তীরে থাকবো দাঁড়িয়ে,
তরী ফিরে আসুক, আসুক নাইবা ফিরে।
কষ্ট তুমি থাকলে তবে,
অপেক্ষার প্রহর যাবে যে কেটে।
কষ্ট, যাও, যাও, যাও,
এসোনা, আজ এসোনা।
ভাবনার রঙগুলো অনেক রঙীন,
কষ্ট, তুমি সেগুলো করোনা মলিন।
তুমি থাকলে আসবে বিতৃষ্ণা,
তাকে কখোনো পাবেনা আমার কল্পনা।
প্লিজ, এখন এসোনা।
কষ্ট, আজ তুমি চলে যাও।
তাকে নিয়ে বাঁচতে চাই,
হোক না যতই বিবর্ণ বাস্তবতা।
সে যে আমার সত্য, সত্য প্রেরণা।
তার জন্যই ছিলো সকল সাধনা।
কষ্ট, যাও, যাও, যাও,
আজ তুমি চলে যাও।
প্লিজ, এখন এসোনা।