তোমাকে অদেখা আরেকটি দিন,
হয়নি পুনরায়, হয়েছে যা গতদিন।
আজ সঙ্গী ছিলো মুঠোফোন...
তোমাকে অদেখা আরেকটি দিন,
চলতি পথের মুখগুলো কত রঙীন।
অফিস পৌঁছানোর কি টাইমিং...
তোমাকে অদেখা আরেকটি দিন,
বার্তা হলো বিনিময় ক্ষণিক-ক্ষণিক।
কর্মব্যস্ততা, ঘড়ির কাটা টিক টিক...
তোমাকে অদেখা আরেকটি দিন,
কাজে নেই ক্লান্তি কিংবা ভয়।
এসএমএস-এ বলছো, চিন্তা নয়...
তোমাকে অদেখা আরেকটি দিন,
এসির বাতাস লাগে মায়াময়, বর্ণিল।
কাজের ফাঁকে চলছে চ্যাটিং...
তোমাকে অদেখা আরেকটি দিন,
হঠাৎ হয়ে গেলো বিবর্ণ, মলিন।
বললে, হবেনা, হবেনা আমার কোনোদিন...
তোমাকে অদেখা আরেকটি দিন,
কেন? কেন হলো এমন?
এরচে’তো বেশ ছিলো গতদিন...