পথের ক্লান্ত পথিক নইতো আমি,
পথই আমার শেষ।
সেই পথে হলো দেখা,
মাতাল হাওয়ার বেশ।
থমকে গেলাম, ফিরে তাকালাম।
চিনলো না সে, থামলো না সে।
ডেকে বললাম, দিয়াছিলে কথা
শেষ বিকেলের শেষে।
তুমি...তুমি সেই মেয়ে।
অবাক হয়ে সে তাকিয়ে রইলো,
ভাবখানা এমন শুনলো অষ্টম আশ্চার্যের কথা এইমাত্র।
ঠোঁটদুটো খানিক ফাঁক হলো কি হলো না,
চোখদুটো কিছুটা বড় হয়ে আবার ছোট হয়ে গেল।
শাড়ীর আচঁলখানা অযথা জড়িয়ে বললো---
এই আপনাকে আমি চিনিনা, চিনিনা।
বাংলা বর্ণমালা দিয়ে তৈরি করা তৃতীয় কোন লাইন শুনতে পেলামনা।
হেঁটে চলে গেলে, ধীর স্থির পদক্ষেপে।
উফ কি কষ্ট !!! কেন ডাকলাম? কেন?
চিনবেনা সেতো জানাই ছিল।
যদি চিনতে তবে কি চলে যেতে?
দাঁড়িয়ে রইলাম একা, শূণ্যতার কোলাহলে।