শান্ত মনের শান্ত জানালা আমি,
মেঘলা বাতাস হয়ে এসো ফিরে তাতে।
জানালার কপাটগুলো বাড়ি খাবে,
আমি বুঝবো তুমি এসেছো ফিরে।
তোমাকে ছুঁয়ে দেবো,
রঙধনুর রঙে।
শতরঙের বান আসবে,
আমার ছোঁয়াতে।
কাঁকডাকা ভোরে শুনবো,
তোমার চুঁড়ির ঝংকার।
দুপুরবেলা বুঝবো তুমি আমার,
সূ্র্যের অহংকার।
বিকেলবেলা তোমাতে দেখবো,
আমার লেখা শ্রেষ্ঠ কাব্য।
রাত্রির নিস্তব্ধতায় তুমি,
মোরে করবে চিরধন্য।
জানি সবই ভাবনার খেলা,
তবুও ভাবছি তোমাকে নিয়ে, এসবই...
যাক না কেটে এ পড়ন্ত বেলা।