এই বিষয়টা শেয়ার করি
(....) বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার একটি মেয়ের খুব প্রেমের সম্পর্ক গড়ে উঠে। খুবই গাঢ় সম্পর্ক। দুই পরিবারের সবাই ব্যপারটা মেনে নেয়। কিন্তু সম্পর্কটা টিকে নাই। দোষটা মনে করি আমারই ছিল বেশী। কারণটা আরেক দিন বলবো।
হঠাৎ ইন্টারনেটে ঘুরতে ঘুরতে ১৫ বৎসর পর ফেইসবুকে দেখি তার প্রোফাইল। আমি টাশকি খাইয়া বইসা রইলাম অনেকক্ষন ।তারে নক করলাম । সে ফ্রেন্ড হিসাবে এড করল। তারে জিজ্ঞাসা করলাম
: কেমন আছ?
: ভাল আছি।
: আমি তোমাদের সাথে পড়তাম
: অমুক অমুক এখন কোথায় আছে?
সে সব উত্তর দিল
আবার জিগাইলাম
: বিয়া তো অনেক আগেই করছো যেহেতু মেয়ের বয়স ৪ বৎসর। তোমার স্বামী কি করে?
: বিয়ে করছিলাম ১৯... । এইডা ভাল মেচ ছিল না । দীর্ঘতিন বছর পৃথক থাকার পর অল্পকিছুদিন আগে ডিভোর্স হইছে।
আবার টাশকি খাইয়া বইয়া রইলাম। ভাবলাম এইডা কি হইল। না জিগানো তো ভালো ছিল। ভাবলাম আমার তো খুশি হইবার কথা। বলা উচিৎ উপযুক্ত শিক্ষা হইছে। কিন্তু কেন জানি খুশি হইবার পারলাম না।
তার প্রোফাইলের ছবি গুলা দেইখা তারে কইলাম
: ছবি গুলার মধ্যে মনে হয় আমি একজনরে চিনছি তোমার দুলাভাই ( তোমার অমুক বোনের স্বামা)
: তুমি আমার বোনের নাম জানলা কেমনে?
: একসাথে পড়ছি জানমুনা।
তার পর থাইকা আর কিছু বলে না।
মনে হয় চিইনা ফালাইছে। তার বোন /দুলাভাই আমার একবার তাদের বাসায় ডাইকা নিয়া জামাই হিসাবে ইন্টারভিও নিছিল। কারণ বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়া মনে হয় আর কেউ তাগরে চিনবার পারবো না।
এই বিশ্ব বড়ই অদ্ভুত।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৮