শুরুতেই বলে রাখা ভাল, আমি শুধু আমার স্যামসাং গ্যালাক্সি-এস এল ডিভাইসে ট্রাই করেছি। যতদূর জানি জিন্জারব্রেড ওএস সহ শুধু স্যামসাং এনড্রয়েড ডিভাইসেই চলবে। (পিসি এবং এনড্রয়েড ফোনে ইন্টারনেট এক্সেস অত্যাবশ্যক !)
এর জন্য প্রথমে Team viewer Quick support ইন্সটল করে নিন Google play থেকে (এনড্রয়েড ফোনে)। আর আপনার পিসিতে করুন Team viewer (লেটেস্ট ভার্সন অবশ্যই) ।
Team viewer Quick support ইন্সটল করা হয়ে গেলে তা ওপেন করুন, দেখবেন সেখানে একটা ID নাম্বার আছে। এটা সংগ্রহ করুন।
এরপর আপনার পিসি থেকে Team viewer ওপেন করুন ও তাতে Partner ID র যায়গায় আগের স্টেপ এ যে ID পেয়েছিলেন তা লিখুন এবং Connect to partner বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার এনড্রয়েড ফোনেও একটা মেসজ এসেছে, তা এক্সেপ্ট করুন !
তো,,,শুরু হোক আপনার নতুন অভিগ্গতা !
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৪