বৌকে নিয়ে গিয়েছিলাম IUM (Islamic University of Malaysia) তে। তো আসার পথে ট্যাক্সি তে ভুলে মোবাইল ফেলে আসি। তারপর আমি অফিসে এসে বউয়ের সাথে কথা বলতে গিয়েই টনক নড়ল!
সাথে সাথে অফিসের ফোন দিয়ে কল করলাম আমার মোবাইলে, দেখি রিং বাজছে, কিন্তু কেউ ধরছে না। চোখে একটু আশার আলো দেখলাম। কারন চুরি করার ইচ্ছা থাকলে এতক্ষণে সেট বন্ধ পেতাম। যাই হোক, কয়েকবার রিং হওয়ার পরে, ট্যাক্সি ড্রাইভার ফোন ধরলেন।ভাঙা ইংলিশে তাকে আমার অফিসের লোকেশন বুঝিয়ে বল্লাম। আর বল্লাম সে যেন যেখানে আছে, সেখান থেকে মিটার অন করে আমার অফিসের দিকে রওনা দেয়।
আধ ঘন্টা পরে, আমি অস্থির হয়ে যখন ফোন করতে যাচ্ছি, তখনই তার ফোন...সে ঠিকই আমার বলা লোকেশনে গাড়ি নিয়ে হাজির !
আর তার বাড়িয়ে দেয়া হাতে আমার প্রিয় মোবাইল !
হারানো জিনিস ফিরে পাওয়াতে যে কি আনন্দ, এই প্রথম বুঝলাম !
আর সত্যিই প্রশংসা করি এই মালয় ড্রাইভারের সততায় । তাকে সৃষ্টিকর্তা ভাল রাখুন।
ধন্যবাদ..