তথাকথিত ভাইরাল বক্তাদের ধর্মব্যবসায়ী বলা হলে কিছু মানুষ চরমভাবে মনঃক্ষুণ্ণ হয়ে থাকেন। কিন্তু সত্যতা এখন দিবালোকের মত সত্য হয়ে মানুষের কাছে ধরা পড়েছে।এক একজন ভাইরাল বক্তা দিনে তিন থেকে চারটি স্থানে ওয়াজের শিডিউল রাখেন, আর প্রতি স্থানে ১/২ ঘন্টা ওয়াজ করার রেট হল ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা!!। আর এই খরচ তুলতে জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ব্যস্ত সড়কের পাশে জীবনের ঝুঁকি নিয়ে অর্থ সংগ্রহ কিংবা সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রতিদিন প্রায় ১০/১২ কিলোমিটার হাঁটিয়ে অর্ধ পেটে কখনও বা খালি পেটে বাড়ি বাড়ি গিয়ে চাউল সংগ্রহ করতে পাঠানো হয়। আর ভাইরাল বক্তা সময় বাচাতে হেলিকপ্টার নিয়ে চলাফেরা করেন।
শিশুদের সাথে এরকম অমানবিক আচারন অবশ্যই আইনের দৃষ্টিতে অপরাধ নয় কারন এগুলো শিশুশ্রম বা শিশু নির্যাতন আইনের মধ্যে পড়ে না। হুজুরদের ব্যাপারতো। ওনারাতো আবার বেশ কিছু আইনের উর্ধ্বে। অথচ ইসলাম বলে- নবীজির শিক্ষা, করো না ভিক্ষা। ভিক্ষাকে হারাম ঘোষণা করেছে ইসলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১০