আমি জানি সামহোয়্যারের কিছু ডাই হার্ড ব্লগার আছেন যারা ২৪ ঘন্টাই এই সাইটে পড়ে থাকতে চান। নাওয়া খাওয়া বাদ দিয়ে ব্লগিং হয়তো বা খুব একটা স্বাস্থ্যকর কিছু নয়, কিন্তু তবুও এক অমোঘ আকর্ষণে অনেকেই আটকা পড়েছেন (এই দলে আমিও আছি)।
সামহোয়্যারের প্রথম পাতাটা বেশ ভারি, বিশেষ করে অনলাইন ব্লগারদের প্রোফাইল পিক দেখাবার কারণে এর সাইজ বেড়ে গেছে অনেকখানি। প্রথম পাতাটা সেভ করে দেখলাম লগইন করা অবস্থায় এর সাইজ ৩৪৭ কিলোবাইট, কারণ তখন আমি নামের তালিকা আকারে দেখছিলাম। আর লগআউট করা অবস্থায় এর সাইজ বেড়ে দাঁড়ায় ৪৯২ কিলোবাইট। যারা গ্রামীণের পি ওয়ান সার্ভিস ব্যবহার করেন তাদের প্রতি কিলোবাইটে খরচ হয় ২ পয়সা, অর্থাৎ শুধু প্রথম পাতাতে ঢোকামাত্র খরচ হবে যথাক্রমে ৬ টাকা ৯৪ পয়সা এবং ৯ টাকা ৮৪ পয়সা!
এ পরিমাণ টাকা খরচ করে মোবাইল থেকে ব্লগিং করা প্রায় সবার জন্যই অসম্ভবের চেয়েও বেশি কিছু। উপায় আছে একটাই - সেটা হল সামহোয়্যারের একটা মোবাইল ভার্সন বের করা। আমার টেকি জ্ঞান অতি সীমিত, তবুও আমার মনে হয় এটা খুব বেশি কঠিন কিছু নয়। ফেসবুকের কথাই ধরা যাক, লগ ইন করা অবস্থায় ফেসবুকের হোম পেজের সাইজ ৯০৫ কিলোবাইট, অর্থাৎ খরচ পড়বে ১৮ টাকা ১০ পয়সা। কিন্তু কেউ যদি ফেসবুকের মোবাইল ভার্সন দিয়ে ঢোকে তাহলে হোমপেজের সাইজ হয় মাত্র ১৩ কিলোবাইট, অর্থাৎ খরচ পড়বে ২৬ পয়সা।
এখানে উল্লেখ্য, আমি পেজগুলোর সাইজ মেপেছি ফায়ার ফক্সে সেভ পেজ অ্যাজ দিয়ে। এর পর এইচটিএমএল ফাইলগুলোর সাইজ দেখেছি। এই পদ্ধতিতে ভুল থাকার কথা নয়, তবে থাকলে আমাকে শুধরে দেবার অনুরোধ জানাই।
কমেন্ট হল সামহোয়্যারের প্রাণ। কিন্তু কমেন্ট লেখাটাই এখানে সবচেয়ে কঠিন কাজ। আমি যে অপশনগুলো পোস্ট লেখার সময় পাই (লেখা ইটালিক কিংবা বোল্ড করা, লিংক যোগ করা, ইমোটিকন যোগ করা ইত্যাদি), সেগুলো কেন আমি কমেন্ট লেখার সময় পাব না? আমাকে কেন কঠিন কঠিন এইচটিএমএল ট্যাগ মনে রাখতে হবে এসবের জন্য? বাংলা থেকে ইংরেজিতে লেখার জন্য কোন একটি হট কি থাকাও দরকার, লেখালেখির মাঝখানে হঠাৎ করে মাউস চাপাচাপি করতে ভালো লাগার কথা নয় কারুরই।
আমার আরেকটি অনুরোধ হল সামহোয়্যারে কিছু সোশাল নেটওয়ার্কিং অপশন যোগ করা। বিশেষত ব্লগারদের মাঝে পার্সোনাল ম্যাসেজ আদান প্রদানের একটি সুযোগ থাকলে খুবই ভালো হয়। সেটির জন্য বিপুল পরিমাণ জায়গার প্রয়োজন নেই, ২০টি কিংবা ৩০টি ম্যাসেজ সেভ করার অপশন থাকলেই হল। এতে ব্লগারদের মাঝে যোগাযোগের সুযোগ বাড়বে।
আপনারাও আপনাদের চাওয়া অ্যাড করতে পারেন।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৯