ব্লগে গালাগালি করা উচিত কিনা, জামাত শিবির সমর্থকদের গালি দেয়াটা বৈধ কিনা ইত্যাদি নিয়ে বেশ কয়েকজন পোস্ট দিয়েছেন। এ ব্যাপারে আমার নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য এই পোস্ট। এই মূহুর্তে এটিই ব্লগের হট টপিক। এই পোস্টটিকে সুযোগসন্ধানী বলছি এ কারণে।
প্রথম কথা হল গালাগালি ভাষারই একটি অংশ। মানুষের মনের ক্ষোভ সবচেয়ে দ্রুত প্রশমিত করার উপায় হল গালাগালি করা। মনে মনে করলে আংশিক কাজ হয়, তবে সবচেয়ে ভালো কাজ হয় যদি তা প্রকাশ্যে করা যায়। বাস্তব জীবনে প্রকাশ্যে গালাগালি করাটা বেশ কঠিন। তবে মনে মনে গালি আমরা সবাই দেই। কিন্তু ব্লগে মানুষ আসে মনের কথাটাই খুলে বলার জন্য। সুতরাং মনে যদি গালাগালি জমা থাকে সেটা ব্লগে প্রকাশ করাটাই হল মানসিক চাপ কমাবার সেরা উপায়। যারা এটা করতে পারে তাদের আমি ঈর্ষা করি। কারণ তারা নিঃসন্দেহে মানসিকভাবে চাপমুক্ত মানুষ।
মেঘ এই ব্লগের অনেক পুরোনো ব্লগার। তাঁর লেখার হাত আমার কাছে অসাধারণ মনে হয়। আমি তাঁর পোস্টে তেমন কোন কমেন্ট করি নি, এই নিক থেকে তো একটিও নয়। তাঁকে গালাগালি করার কারণে কিছু দিন আগে সালাউদ্দিন আইয়ুবী নামের একজন ব্লগারকে ব্যান করা হয়েছে। মেঘও গালাগালি করেন, তবে সেটা জামাত শিবির সমর্থকদের পোস্টে।
প্রশ্ন উঠেছে জামাত শিবির সমর্থকদের পোস্টে গালাগালি করা জায়েজ কিনা। আমরা যদি ব্লগের নীতিমালার দিকে তাকাই তাহলে অবশ্যই স্বীকার করতে হবে – জায়েজ না। কিন্তু ব্লগের অ্যাকটিভ ব্লগারদের মাঝে যদি জরিপ চালানো হয় তাহলে আমার মনে হয় অধিকাংশই গালি দেয়ার পক্ষে থাকবেন। অনেকে গালি দিতে পারেন না, ব্লগ তাদের কাছে অনেকটা বাস্তব জীবনের পাবলিক প্লেসের মতই। কিন্তু মনে মনে ঠিকই গালি দেন। এই দলে আমিও আছি।
যারা যুক্তির কথা বলছেন তাদেরকে বলি, সামহোয়্যার শুরু হবার প্রথম এক বছর অনেক যুক্তি বিনিময় চলেছে। ২০০৬ সালের পুরো সময়টাই ছিল মূলত দুই পক্ষের যুক্তি বিনিময়ের বছর। কোন লাভ হয় নি। এই ব্লগে মুক্তিযোদ্ধাদের কুকুর বলে গালি দেয়া হয়, গোলাম আযমকে মহান নেতা বলা হয়। আমরা যারা পুরোনো ব্লগার তারা খুব ভালভাবেই জানি জামাত শিবিরের সদস্যদের সাথে তর্ক করে কোন লাভ নেই।
এদের প্রতিরোধ করার জন্য গালি দেয়াটা একটি উপায়, তবে একমাত্র উপায় বলবো না। আরেকটি উপায় হল সামহোয়্যারের মডারেটরদের ভূমিকা। আমার বিশ্বাস করতে সত্যিই কষ্ট হয়, বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগসাইট সামহোয়্যারে সার্বক্ষণিক মডারেশন নেই। এখানে মডারেশন হয় শুধুমাত্র অফিস টাইমে। গভীর রাতে যে কেউ যা ইচ্ছা তাই পোস্ট করতে পারেন।
সামহোয়্যারের মডারেটরেরা যদি ব্লগে গালাগালি কিংবা ব্যক্তি আক্রমণ বন্ধ করতে চান তাহলে তার সবচেয়ে ভালো উপায় হল তারা নিজেরা যদি অ্যাক্টিভ হন। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান, সেই জামাত শিবিরের পোস্টগুলো যদি দ্রুত প্রথম পাতা থেকে সরানো হয় তাহলে গালাগালির প্রয়োজন হবে না বলে আমি মনে করি।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০৫