একটা সময় ছিল কোন কিছু লিখলে সেটা ছাপানোর জন্য পত্রিকার বা কোন বইয়ের প্রকাশকের পিছনে সময় ব্যয় করতে হত। সেটাও অনেক যাচাই বাছাইয়ের পরে ছাপানো হত। অনেকে এতই লাজুক ছিল যে নিজের লেখা সবার অগোচরে রেখে দিতেই বেশি পছন্দ করত। বাংলা ব্লগ আসার ফলে এসব লেখকদের অনেক সুবিধা হয়েছে, আর আমরাও অনেক ভাল ভাল লেখা পড়তে পারছি। এমনও হয়েছে যে, কোন লেখকের লেখা পড়তে পড়তে মনে হয়েছে এই লেখক কেন ব্লগে লিখছে? তার তো বই বের করা উচিত!
লেখাটাও এক ধরনের শিল্প, এটাও এক ধরনের সৃষ্টি। কেউ হয়ত অনেক চিন্তা ভাবনা করে, অনেক পড়াশোনা করে একটা গল্প লিখেছে, এই লেখা তার কাছে তার সন্তানের মত। অন্য কেউ যদি সেটা তার অনুমতি ব্যাতিত অন্য কোথাও প্রকাশ করে তাহলে খারাপ লাগবেই। ব্লগে অনেকে লিখে রাখেন, "এই ব্লগের সমস্ত লেখা লেখকের নিজস্ব, লেখকের অনুমতি ব্যাতিত অন্য কোথাও তা প্রকাশ করা যাবে না।" কেউই চায় না তার লেখা অন্য কেউ প্রকাশ করে ক্রেডিট নিক। কিন্তু কথা হচ্ছে, এই রকম একটা লাইন লিখে দিয়েই কি লেখা চুরি থামানো যাচ্ছে?
কয়েক মাস আগে ব্লগের একজনকে দেখেছিলাম বলেছিলেন তার লেখা তার অনুমতি ব্যাতিত একটা পেপারে ছাপা হয়েছে অন্য একজনের নাম দিয়ে। তিনি পেপারের সম্পাদকের সাথে যোগাযোগ করলে তাকে খুব অপমান করা হয়। যে লেখাটা চুরি করেছিল সে ছিল একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক! মূল লেখক আইনগত ব্যাবস্থা নিবেন বলেছিলেন। (আমার কাছে লেখাটার কোন লিঙ্ক নেই বলে শেয়ার করতে পারছি না। কারো কাছে থাকলে দিতে পারেন, আমি পোস্টে এড করে দিব।) আর আমরা সবাই হাতে তালি দিয়ে বলেছি হ্যা মামলা করেন। কিন্তু কতদূর কি করতে পেরেছিলেন তা আর জানা হয়নি আমাদের। ব্লগার নষ্ট কবি দেখলাম লেখা চুরি হবার অভিযোগ করেছেন এই পোস্টে । তার করা কমেন্টটা হুবহু তুলে দিচ্ছিঃ গল্প লিখলেই সেটা চুরি হয়
ফেবুতে ভুতে গল্পের পেজ গুলাতে শুধু চুরি হয়
নাম উল্লেখ থাকেনা
ব্লগ গুলাতে চুরি হয়
নাম থাকেনা,
মন ও ভাল থাকেনা এসব দেখলে
তাই লেখি না- কিনবা লিখলে ও শেয়ার করিনা,
কি দরকার-
চুরি ই যদি হবে- তাইলে না লেখাই ভাল
কথা হচ্ছে, সামুর কোন লেখকের লেখা যদি চুরি হয়ে কোন প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় তাহলে কি করা উচিত? আর যদি ফেসবুকের কোন পেজে লিঙ্ক উল্লেখ্য না করে কেউ লেখাগুলো নিজের নামে প্রকাশ করে, তার বিরুদ্ধেই বা কি করার আছে? কপিরাইট আইন এ ব্যাপারে কি বলে? বা ব্লগের লেখা নিয়ে আদৌ কোন কপিরাইট আইন আছে কি? লিঙ্ক উল্লেখ্য না করে এক সাইটের লেখা অন্য সাইটে প্রকাশ করাকে কি সাইবার আইনের আওতায় আনা যায়? অন্য দেশগুলোতে এই ব্যাপারে কি আইন আছে? এ ব্যাপারগুলো নিয়ে কেউ তথ্য দিতে পারলে বা এগুলো প্রতিরোধ করার জন্য কিছু বললে ভাল হত।
সামুর একটা বিরাট হিট আসে ফেসবুক থেকে। আমি নিজের কথাই বলি, আমি ফেসবুকে শেয়ার করা সামুর বিভিন্ন ভাল লেখার লিঙ্ক পড়াতাম। দীর্ঘদিন আমি শুধু পাঠকই ছিলাম, পরে এক সময় ঝোকের বশে আইডি খুলে বসি। সামুতে লেখা মৌলিক লেখাগুলোই কিন্তু সামুর প্রাণ, এখানে সামুর স্বার্থও জড়িত। লেখা চুরি প্রতিরোধ, বা সামুর কারো লেখা চুরি হলে সামু কি কোন সাহায্য করবে না? এ ব্যাপারে ব্লগের মডারেটর ও সকল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
ব্লগের কোন লেখা যদি চুরি হয়, তাহলে কি করার আছে? কপিরাইট আইন এ ব্যাপারে কি বলে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ২০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ্ সাহেবের ডায়রি ।। পৃথিবীকে ঠান্ডা করতে ছিটানো হবে ৫০ লাখ টন হীরার গুঁড়ো
জলবায়ূ পরিবর্তনের ফলে বেড়েছে তাপমাত্রা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তাই উত্তপ্ত এই পৃথিবীকে শীতল করার জন্য বায়ুমণ্ডলে ছড়ানো হতে পারে ৫০ লাখ টন হীরার ধূলিকণা।... ...বাকিটুকু পড়ুন
অচেনা মানুষ আপনাদের দীপাবলীর শুভেচ্ছা
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো... ও নাচো গো...
পবন দা'র গলায় ভবা পাগলার গানটা কারা জানি ফুল ভলিউমে বাজিয়ে গেল। আহ.. সে সুরের টানে বুকের মাঝে সুখের... ...বাকিটুকু পড়ুন
কোরআন পড়বেন, ফিকাহ জানবেন ও মানবেন
সূরাঃ ৯৬ আলাক, ১ নং থেকে ৪ নং আয়াতের অনুবাদ-
১। পাঠ কর, তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন
২।সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক’ হতে
৩। পাঠ কর, তোমার রব মহামহিমাম্বিত
৪। যিনি... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন