শ্রদ্ধেয় আম্মা ,
কেমন আছেন? পত্রের শুরুতে আমার সালাম গ্রহন করবেন ।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন। ইদানিং আমার কোন কিছুতেই মন বসে না ।এই কয়েকটা দিন বুয়ার রান্নাও ভালো লাগে না আমার। হলুদ বেশি , তেল বেশি, তরকারিতে ঝাল। ১ লিটার তেল ১ সপ্তাহও যায় না ।যাতা রান্না করে ।এই রমজান মাসে সেহরিতে এত ঝাল আর প্রচুর তেলযুক্ত খাবার খায়া আমার অবস্থা যায় যায়।প্রতিদিন আসেও লেট কইরা আর আমি রোজা ভাইঙ্গা ইফতারি করি ৭ টার পরে ।এই দিক দিয়ে বুয়ার কাকলাইশ, কান্দা ভাঙ্গা , হুলুশ ফাডা চেহারা দেখতেও ভালো লাগে না আমার।
আপনাকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ সকালে ভার্সিটি জাবার আগে চুল আছড়াইতে যাইয়া তিনটা পাকা চুল সনাক্ত করছি ...তাছাড়া অযত্নে থাকতে থাকতে আপনার পোলা আগের থিক্কা আরও শুকাইয়া শুটকি হইয়া গেছে।কেও তো লাগে আমার যত্ন নেয়ার জন্য নাকি!!!!
আপনি তো জানেনই যে ২ বছর আগে আমার বন্ধু ফারহানের বিয়া হইছিল। ওর একটা মাইয়াও আছে ৩ মাসের। কালকে গিয়েছিলাম ওর বাসায়। ওর মাইয়ারে আমার কোলে দিয়া কয় ভাতিজিরে কেমন লাগে!!!!...মেজাজটা এমন খারাপ হইছে!!!!!! আমি কি সারা দুনিয়ার মানুষের বাচ্চার চাচা হওয়ার ঠেকা নিয়া রাখসি নাকি!!!!!!!!!আর কত মানুষের বাচ্চারে আদর করুম!! আমিও বিয়া করতে চাই...
আপনে একদিন কইছেন মাইয়া পছন্দ করলে যেন পুরান ঢাকার মাইয়া পছন্দ করি।এখন আমি উত্তরায় বইসা পুরান ঢাকার মাইয়া কেমনে খুজুম!!!!তবুও কয়েকজনরে এই বেপারে খোজ নেয়ার লাইগা বৈলা দিছি।আমার পক্ষে আর একা খাকন সম্ভব না।কালা আর কঙ্কাল বডির কারণে গত মাসে আমার তিন নাম্বার গার্লফ্রেন্ড ডাও আমারে ছাইরা চইল্লা গেছে ।ওই মাইয়া কয় আমি নাকি পুষ্টিহিনতায় ভুগতাছি।তাই প্রেম আমার কপালে নাই।এইজন্য বলতাছি ,যত তারাতারি পারেন আমারে বিয়া করানের বন্দোবস্ত করেন।
তাছাড়া ইদানিং আমার এতো বড় রুমটাও খালি খালি লাগতেছে...আমার এতো বড় খাটটাও অর্থহীন মনে হইতাছে...বউ যদি না থাকে এতো বড় খাট দিয়া আমি কি করুম আম্মা!!!! আমি কি এই খাটে ক্রিকেট খেল্মু নাকি ফুটবল!! আপনিই বলেন...অতএব আমার আরজি খানা আপনি গুরুত্ত দিয়ে বিবেচনা করবেন...বাপের লগে এইটা নিয়া আলোচনা করেন কারন আলোচনা করলেই বিবেচনা আসবো।
আর যদি কোন কিছু বিবেচনায় না আসেন !! খোদার কসম কইলাম আমি কিন্তু খাট মাঝখান দিয়া কাইটটা ফেলমু... । যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগে আমার বিয়ার বন্দোবস্ত করেন ।চিঠি আর বড় করলাম না। আজকে এইখানেই শেষ করলাম।
ইতি আপনার আর আব্বার
কষ্টে থাকা পোলা