গত দুই ম্যাচে আমার লাইফের সবচেয়ে জঘন্যতম কমেন্টারি শুনলাম এবার বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচগুলিতে। এদের চিন্তা ভাবনা ধ্যান ধারণাতে শুধু জিম্বাবুয়ে। যেন ওরা একাই খেলতেছে সাথে কোনও প্রতিপক্ষ নাই।
কিছু উদাহরণঃ
১. বাংলাদেশের কোনও বোলার উইকেট
পাইলে ঐটা ব্যাটসম্যানদের পুর শট
সিলেকশন। জিম্বাবুয়ের কোনও বোলার
উইকেট পাইলে তা খেলার সেরা বল।
২. বাংলাদেশের প্লেয়াররা চার
মারলে সেটা বোলিং এর দুর্বলতা।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা দুই রান নিলেও
সেটা ক্লাসিক্যাল শট।
৩. বাংলাদেশের প্লেয়াররা ভুল
সিদ্ধান্ততে আউট হলে তা পার্ট অফ গেম।
আম্পায়াররাও মানুষ। আর জিম্বাবুয়ের
ব্যাটসম্যানরা ভুল সিদ্ধান্ত
পেলে তা কমপক্ষে ২০ মিনিট যাবত
পর্যবেক্ষণ। আম্পায়ারের মুণ্ডুপাত।
জীবনেও অন্যান্য দেশে গিয়া কমেন্টারি করতে পারেনা তাই হয়তো এমন শুরু করছে। মেজাজটা পুরাই গরম হইয়া আছে
আজকেও সেম কাহিনী শুরু করছে। মাহমুদুল্লাহ অসাধারণ একটা ইনিংস খেলল ওইটার জন্য কেও তাঁর ইন্তারভিও নিলো না কিন্তু কালা কুচকুচা উতসায়া ৯ অভারে ৩৪ রান দিয়া ১ উইকেট পাইছে ওইটার লাইগা ওর প্রতিক্রিয়া জানাইতেছে। ওদের এইসব কাহিনী দেইখা মনে হইতাছে জিম্বাবুয়েও একটা দল আর তেলাপোকাও একটা পাখি