আজকের পোস্ট আমি মূলত বারিধারার(বর্তমান লুঙ্গি পাড়া) মানুষদের জানিয়ে দিবো লুঙ্গি কি জিনিষ!!
কেউ যদি আপনাকে বলে বাংলাদেশের পুরুষদের জাতীয় পোশাক কি তাহলে কি বলবেন???? আমার উত্তর হচ্ছে লুঙ্গি। কারন বিজ্ঞাপনেই আছে যে আরাম আয়েশের সঙ্গী আমানত শাহ্ লুঙ্গি। এই লুঙ্গি যে কি জিনিষ যারা পরেন নাই তারা জিন্দেগীতেও বুঝতে পারবেন না। লুঙ্গির সাথে পেন্সিল চোর অনেক আগের থেকে জড়িত
ক্লাস ৫ এ যখন পড়ি তখন থেকে আমার লুঙ্গির ক্যারিয়ার শুরু।এরপর কেটে গেল ১১টি বসন্ত।কিন্তু লুঙ্গির সাথে আমার মধুর সম্পর্ক একটুও মলিন হয়নি।গ্রীষ্মে যেমন লুঙ্গি তার অতুলনীয় ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে আমাদের দেহে শান্তির পরশ বুলিয়ে যায়।ঠিক তেমনি শীতে প্রায়শই ঘুম থেকে উঠার পর দেখা যায় দেহের প্রয়োজনে লুঙ্গি মহাশয় মাফলারের ভূমিকায় অবতীর্ণ । ঠাণ্ডা লাগলে নাক মুছার কাজেও সেই লুঙ্গিই দরকারি হয়ে দারায় ।
লুঙ্গি এমনই স্নেহময় পরশে বাংলার প্রতিটা পুরুষের মন জয় করে রেখেছে যুগ যুগ ধরে।লুঙ্গির গিটের মত চাতুর্য্যপূর্ণ শিল্প লিওনার্দ দ্য ভিচ্ঞির মোনালিসাকেও হার মানায়
গ্রামের লোকেরা যখন ফুটবল খেলে তখন লুঙ্গিকেই হাফপ্যান্ট হিসেবে দেখা যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন যে টিভিতে ইদানিং প্রচুর লুঙ্গির এড দেখাচ্ছে। এইটার মানে কি জানেন!!! মানে হচ্ছে লুঙ্গিই সেরা আর বাদ বাকি সব ফাও। লুঙ্গির মত আরামের বস্ত্র দুনিয়াতে আর কোনডাই নাই
ইদানিং বারিধারার পাশাপাশি সমাজের গার্লফ্রেন্ড নামক এক সম্প্রদায় লুঙ্গির অস্তিত্ব বিনাসের উদ্দেশ্য নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ।আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দায়ী ব্যাক্তিদের দ্রুত বিচার কামনা করছি। ষড়যন্ত্রকারীরা নিপাত যাক।লুঙ্গি বেঁচে থাকুক বাংলার প্রতিটা পুরুষের দেহ মনে যুগ যুগ ধরে ।
তবে লুঙ্গি পরে পুরুষেরা সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্হায় থাকে যখন তার দুই হাতে দুই বাজারের ব্যাগ থাকে।এ অবস্হায় একটু দমকা হাওয়া যে কোন দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে।এ ব্যাপারে সাবধান।মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না! :#> :#> :#>
আমাদের লুঙ্গিতেই বেশি হ্যান্ডসাম লাগে নিচের ছবি তাঁর প্রমান বহন করে
বারিধারার মানুষ বুঝে নাই কিন্তু বাহিরের মানুষ ঠিকই লুঙ্গির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে
সেইদিন আর দুরে নাই যেইদিন বাঙালি লুঙ্গি পইড়া চাঁদে যাইব
আমাগো পোলাপাইন বাইরে গিয়া লুঙ্গি স্টাইল বানাইছে
সবাই বুঝল লুঙ্গির তাৎপর্য । কিন্তু বুঝলনা লুঙ্গি পাড়ার মানুষ। যারা লুঙ্গির বেন্ড চাইতেছে তাদের প্রতি চরম নিন্দা আর খোব নিয়ে পেন্সিল চোরের পোস্ট শেষ হল ।
যাদেরকে পোস্টটা ডেডিকেট করলাম
আবদুল্লাহ্ আল্ মামুন
বর্ণান্ধ
সাইফ সামির
কান্ডারী অথর্ব
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪