আমাদের দেশের রাজনীতিকে পেন্সিল চোর একটি ক্রিকেট টেস্ট ম্যাচের সাথে তুলনা করে সবসময়। ৫ বছর বিএনপি ব্যাটিং(ক্ষমতায় থাকলে) করলে বাকি ৫ বছর আওয়ামীলীগ ব্যাটিং করে। কি দারুন!!!! আমরা দর্শক । নির্বাচন কমিশন হচ্ছে আম্পায়ার। ভেনু তো আমাদের প্রিয় বাংলাদেশ। রাজপথ হচ্ছে পিচ। কমেট্রিতে আছে মিডিয়া। আমরা ব্লগাররা জাস্ট টক শো করার জন্য
বর্তমানে যে দল ব্যাটিং(ক্ষমতায় আছে) করছে সে দলটির নাম আওয়ামীলীগ আর ফিল্ডিং পজিশনে আছে বিএনপি। আওয়ামীলীগ দলের ক্যাপ্টেন হচ্ছেন শেখ হাসিনা আর বিরোধীদল অর্থাৎ বিএনপি দলের ক্যাপ্টেন হচ্ছেন খালেদা জিয়া। ক্রিকেট খেলায় একটা সিস্টেম আছে যে, পিচ যদি ব্যাটিং সহায়ক না হয় তাহলে যে টিম টস জিতে সে টিম পরে ব্যাটিং করতে চায় কিন্তু উপরোক্ত দুই দল চায় টসে(নির্বাচনে) জিতে আজীবন ব্যাটিং করতে, পিচ এইবার যেমনই হোক না কেন। সামনের বছর আবার টস হবে, বুঝাই যাচ্ছে না যে কে যাবে ব্যাটিং এ। বর্তমানে ব্যাটিং রত অবস্থায় আছেন শেখ হাসিনা ও তাঁর দল।
আন্তর্জাতিক ৫ বছরের টেস্ট সিরিজে শেখ হাসিনার এবং তার দলের দুর্দান্ত ব্যাটিং এ কোণঠাসা হয়ে পড়েছে খালেদা জিয়া এবং তার দল। জানা গেছে পরের খেলাতে খালেদার জিয়ার দলের ব্যাটিং এ হাসিনার দলের অবস্থা নাজেহাল করে দেওয়া হবে। তাই খালেদা জিয়া চাচ্ছেন যেন ৫ বছরের খেলা শেষে যেন একটু বৃষ্টি(তত্ত্বাবধায়ক সরকার) হয় ।তাহলে খালেদার দল ব্যাটিং পাবে। দর্শকরা যে দল ভালো বেটিং করে তার পক্ষে থাকে আর পরবর্তী ৫ বছর চিন্তা করে, কেন ব্যাটিং টিমকে সাপোর্ট করলাম!!!!!!!!!
হাসিনা আশা করছেন খালেদার দল ব্যাটিং এ গেলে ব্যাটিং ভালো হবে এবং তাদের মনের মত রান করবে। কারন খালেদার টিমের মারাত্মক দুই ব্যাটসম্যান আসবে বাহির থেকে(তারেক আর কোকো) ।
তাই হাসিনা চায় না টস হোক কারন যদি বিএনপি ব্যাটিং পায় তাহলে বিএনপি আওয়ামীলীগের বোলারদের সুতা খুলবে সাথে জামাতের বিধ্বংসী ব্যাটিং স্টাইলতো আছেই। তাছাড়া খালেদা জিয়ার দলের কিছু বাহিরের প্লেয়ার যেমন ঃ নিজামি,সাইদি,সাকা চৌধুরী,কাদের মোল্লা, গোলাম আযম সহ বেশ কিছু প্লেয়ার স্পট ফিক্সিং(যুদ্ধাপরাধীর) এর দায়ে বিচারাধীন আছেন...এই কয়েকবছরে হাসিনার দলের কিছু ভালো প্লেয়ারদের নাম, তাদের অর্জন এবং মাঠে তাদের ধারাবাহিকতা তুলে ধরা হল ,সাথে স্কোর কার্ডও দেয়া হল।
হাসিনার দলের কিছু খেলোয়াড় যেমন সুরঞ্জিত(কালো বিড়াল), আবুল(দেশপ্রেমিকটা) ০ করে out হয়েছে। তাতে দর্শক মোটেও খুশি নয়।। হাসিনার দলের সবচেয়ে ভালো বেটিং করেছেন ওবাইদুল কাদের। কারন এই লোক ধারাবাহিকতার সাথে খেলে গেছেন আর রানও পেয়েছেন। খালেদার দলের রিজভি, ফখরুলের বোলিং তাণ্ডব দেখে দর্শকের মনে আশার আলো জেগে উঠেছে। যদিও তারা বেশিরভাগ সময় ড্রেসিং রুমে(জেলে) থাকেন। দর্শক আশা করছে আসন্ন টসে(নির্বাচনে) খালেদা জিয়া যদি জামাতের খেলোয়াড় ছাড়া মাঠে খেলতে নামে তাহলে তাঁর দল ব্যাটিং পেতে পারে।
এইবার নিচে সংক্ষিপ্ত স্কোর কার্ড দেয়া হলঃ
স্কোর বোর্ড (ব্যাটিং)
আবুল-১০ বলে ০ রান করে বোল্ড ।
সুরুঞ্জিত-১৫ বলে ০ রান করে এলবিডাব্লু
হাসিনা-১০২ বলে ৪০ রান করে নট আউট*
সোহেল তাজ-৮ বলে ৭ রান করে ইনজুরির কবলে পরে মাঠ ছাড়া
ওবায়দুল কাদের-১১০ বলে ১০০ রান করে নট আউট*
বোলিং ঃ
খালেদা-৩৯ অভার-৮৭ রান।
জামাত-৭ ওভার-৭০ রান।
মির্জা ফকরুল-৩৪ ওভার-৬৭ রান-১ উইকেট।
রিজভি-১৪ ওভার-৩২ রান-১ উইকেট।
এক্সট্রা রানঃ১৪
খেলা এখনো চলছে......