৫ নং প্রঃ উঃ
গরু একটা প্রাণীর নাম । গরু অনেক উপকারী একটা প্রাণী । গরুর ৪ টি পা থাকায় কোন হাত নাই । হাতের দরকারও নাই । গরুর দুইটি চোখ , একটি নাক , দুইটি কান , কিছু দাঁত , একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে । বিভিন্ন কালারের গরু এই দুনিয়াতে আছে । গরু দেখতে সাদা , কালো , লালা , সাদাকালো প্রিন্টের ইত্যাদি রঙ্গের হয় । কালো গরুর দাম অন্যান্য গরু থেকে হালকা বেশি । গরুর মাথা থেকে সব গরুর মাংস । পাছার মাংস একটু দামী । রানের মাংস বেশি দামী এবং বুকের মাংস কম দামী হয় । গরু সাধারণত ৩ প্রকার হয় ।
১. বেরেশ গরু ;
২. বলদ গরু ;
৩. গাই গরু ;
বেরেশ গরু বেশি গরম হয় আর রাগ মারাত্মক বেশি যার কারনে নাকে চিকন দড়ি লাগাতে হয় । বলদ গরু শান্ত হয় । আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জনম দেয় । গাই গরু সাধারণত মেয়ে গরু হয় । গরুর গোবর আর পেশাব জমি উর্বর করে । গরু দিয়ে হাল চাষ করা যায় । গরু লোকসংখ্যা কমাতে সাহায্য করে । কারন গরুর মাংস খেয়ে হার্ট এসটোরক , এলারজি , এনথাক্স হয়ে মানুষ মারা যায় । কোরবানির ঈদে গরু অনেক দামে বিক্রি হয় । আমাদের একটা গরু আছে । প্রতিদিন সকালে মাঠে গরু বেঁধে আসি আর সন্ধ্যায় বাসায় নিয়ে আসি । গরুর রিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না । আল্লাহ্ সব গরুকে বেহেস্ত নসিব করুক ।
উপরোক্ত রচনার নাম্বার হচ্ছে ১০ ।
আপনারা শিক্ষক হলে এই রচনার জন্য ১০ এ কত নাম্বার দিতেন?
কে লিখেছে এইটা বড় না । কথা হচ্ছে রচনা কেমন হয়েছে!!
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১