কওয়া হয় জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। আমার জিন্দেগির শুরু হইছিলো আমার জন্মের মাধ্যমে। জন্মের সময়কার স্মৃতি মনে না থাকলেও আমি যে জন্মাইছিলামই এইডা নিয়া মনে কোনো সন্দেহের স্হান আছিলো না ...জন্মিলে মরিতে হইবে বিধায় মরার ব্যাপারটাও নিশ্চিত....খালি কবে কখন আর ক্যামনে এইডাই জানি না......জন্ম আর মৃত্যুর ব্যাপারটা নিয়া অবগত থাকলেও বিয়ার ব্যাপারটা নিয়া জানতাম না। বিয়ার ব্যাপারটার ক্ষেত্রেও কার সাথে হবে মুটামুটি জানা থাকলেও কুথায় আর কবে হবে সেইটা জানা ছিলো না.....এখন সবার অবগতির জইন্য জানানো যাইটাছে যে গত ছয়মাসের ত্যানা পেচানির পরে শিশির সিন্ধু ইজ ম্যারেড নাউ


১/ বন্ধু বান্ধব আত্নীয় স্বজন সবারই ধারনা আমার ব্উ খুব সুখে থাকবে কারন আমি রান্না বান্না করতে পারি....এবং এই বিষয় নিয়া আমার বউরে পাইকারি হারে কঠিন কান পরা দেয়া হইতেছে


২/ এলাকার যে কোনো ফার্মেসিতে ঢুকলে আমি কি কিনি সেইটা সবাই নিবিঢ় পর্যবেক্ষনে রাখে




৩/ ম্যাগি, কোকোলা, মি: নুডুলস সহ সব ইন্সট্যান্ট নুডুলসের মসলার প্যাকেটের সাথে বিশেষ কিছু প্রডাক্টের প্যাকেটের সাদৃশ্য থাকায় বি্ব্রত অবস্হায় পড়তে হয় (দুইবার হইছে)


৪/ চোরের মতন গোসল করতে হয়


৫/আগের মতন থ্রি কোয়ার্টার পইরা রাস্তা দিয়া হাটন যায় না


৬/ ক্যান ইউ বিলিভ যে শিশির সিন্ধুর উপরে বাইরের খাওন দাওনের প্রতি জোর নিষেধাগ্গা জারি হইছে এবং সেইটা আমারে মানতে বাধ্য করা হইতাছে, কবে যানি যুদ্ধ ঘোষনা কইরা ফেলি


৭/ রাইত ৯-১০ টার ভিতরে ঘরে ফিরতে হয়।


৮/সবাই খালি কয় যে বউ নিয়া বাসায় বেড়াইতে যাইয়ো।


৯/ আগে যেমন ধুপধাপ খালি হাতে একজনের বাসায় গিয়া বেহায়ার মতন খাইতে বইসা পড়তাম এহন আর সেই কেস নাই....কারো বাসায় যাইতে হইলে কনুই নইলে নাক দিয়া কলিং বেল টিপ দিতে হয় কারন দুই হাত ভর্তি ফল মিস্টির পোটলা থাকে।


১১/কথায় কথায় বন্ধু বান্ধব বিয়াইত্যা কইয়া খোটা দেয় (আংগুর ফল চুককা)


১২/ব্লগ লেখনের টাইম পাই না।


১৩/শ্বশুড় বাড়িতে আলিশান আদোর যত্ন কইরা রাজভোগ খাওয়ায় কিন্তু প্লেট চাইট্যা খাইতে পারি না, গোশতের হাড্ডি, মাছের কাটা, চিংড়ির মাথা না চাবাইয়া প্লেটের কোনায় রাইখ্যা দিতে হয়।


১৪/অনেক মার্জিত ভাষায় কথা কইতে হয়।


আরো আছে ধীরগতিতে বুঝতাছি....
প্র্যাকটিস না করলে যে মানুষ সব কিছুই ভুইল্যা যায় এইডা আজকে অনেক দিন পরে লিখতে যাইয়া বেশ ভালো মতন বুঝতে পারতাছি তারপরেও দুনিয়াতে সুখের কস্ট বইলা যে একটা জিনিষ আছে, জিনিষটার অস্তিত্ব টের পাইতাছি.....দোয়া কইরেন
বি:দ্র: ব্লগে খুব শীঘ্রই ফিরা আমু রেসিপি আর খাওন দাওনের পুস্ট নিয়া ইনশাল্লাহ।
ব্যুফেতে গিয়া কেমনে টাকা উসুল করবেন??(গবেষনা মুলক পোস্ট)
শিশির সিন্ধু'স ফুড, রেসিপি এবং ফুড রিলেটেড পোস্ট সমগ্র ১