"ফেইলের পন্ডিত অপেক্ষা পাশের গাধা ভাল" এই লাইনের প্রবক্তার কাছে আমার প্রশ্ন, তিনি কোনটি ছিলেন ? এর চেয়ে জ্ঞানহীন কোন কথা থাকতে পারেনা !
প্রত্যেক পরীক্ষার রেজাল্টের দিন কিছু অতি আবেগী, মেধাবী, স্বপ্নবাজ ছাত্রছাত্রীরা আশাব্যাঞ্জক ফলাফল করতে না পারায় আত্মহত্যা করে । যদিও তাদের এ হতাশার পেছনে যতটা না তাদের কৃতকর্মকে দোষারোপ করা উচিত তার চেয়ে বেশি দোষারোপ করা উচিত আশেপাশের মানুষকে ।
আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মানুষের মেধাকে একটা এ ফোর সাইজের কাগজ দিয়ে মূল্যায়ন করা হয় । বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং যোগ্যতা প্রমাণ করতে সেই কাগজের পেছনে ছুটতে থাকে । ছুটতে ছুটতে ভুলে যায়, জ্ঞানার্জনের জন্য পড়াশোনা করা উচিত নাকি এ+ পাওয়ার জন্য ! এই ঘুণে ধরা অশিক্ষিত সমাজ ব্যবস্থার কাছে অবশ্য ভাল রেজাল্টই শেষ কথা, এর বেশি কিছু প্রত্যাশা করা উচিত নয় ।
আমার পরিচিত একজন আছে যে এসএসসি, এইচএসসি তে গোল্ডেন এ+ পেয়ে একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে বের হয়ে হন্যে হয়ে চাকরি খুঁজছে ।
আমার পরিচিত আরেকজন আছে যে কোন পরীক্ষাতেই এ+, গোল্ডেন এ+ পায়নি । ভার্সিটিতে খারাপ ফলাফলের জন্য তাকে বের করে দেয়া হয় । কিন্তু সে আন্তর্জাতিক প্রোগ্রামিং এ টপার হওয়ার দরুন ভিসি নিজে তাকে আবার ভার্সিটিতে ফিরিয়ে আনে । তার রেজাল্টের জন্য নয় অবশ্যই, তার মেধার জন্য ।
মানুষ যেকোন সময় ঘুরে দাঁড়াতে পারে । ভাল কিছু করার জন্য ভাল রেজাল্ট, বয়স, সময় কোনকিছুই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনা । অধ্যাবসায় আর আগ্রহ থাকলে যেকোন জায়গা থেকে যেকোন সেক্টরে ভাল করা যায় ।
আজকে যারা ভাল ফলাফল করবে, তাদেরকে অভিনন্দন এবং শুভকামনা । আর যারা কোনরকমে পাশ করবে বা পাশ করবে না সেসব স্কলারদের আমার ভালবাসা, তাদের জন্য নিশ্চয়ই আরো ভাল কিছু অপেক্ষা করছে ।
প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের কাছে বিনীত অনুরোধ এমন কিছু করবেননা বা বলবেননা যে আপনার সন্তানকে নোট লিখে রেখে আত্মহত্যা করতে হয় । জীবনের ব্যাপ্তি অনেক, একটা ছোট সুযোগ মিস করা মানে হেরে যাওয়া নয় ।
ভাল স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট বলে সত্যিই কিছু নাই । একেকজনের মেধা একেক দিকে কাজ করে, আসেন আমরা সবাইকে অনুপ্রেরণা জোগায় । যার যার জায়গা থেকে সবাই বেস্ট ।