একটি সন্ধ্যা অথবা রাত !
একটা বাসেরও দেখা নেই । রাত বলতে গেলে মাত্র সোয়া নয়টা । ঢাকা শহরে রাত নামে ১১ টার পর । অথচ এই কুড়ি, পঁচিশ মিনিটে নিপুন একটা বাস ও পায়নি বাড়ি ফেরার জন্য । বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে কিছুক্ষন পর পর লাল রঙের বাসটা আসছে কিনা দেখছে সে । সত্যি বলতে গেলে বাস আসছেনা বলে তার খারাপ যতটা লাগছিল তার থেকে বেশি খারাপ লাগছিল আশেপাশের লোকগুলোর চোখ । এরা কি চোখ দিয়ে বুকে,পেছনে তাকিয়ে যৌন সুখ পায় ! ঈশ্বর ই জানেন বোধ হয় । এইভাবে কেউ কারো দিকে কিভাবে এতক্ষন তাকিয়ে থাকে নিপুন ভাবতে পারছেনা । আচ্ছা কোন দিক দিয়ে কি তার গা দেখা যাচ্ছে নাকি ! কথাটা মনে পড়তেই অল্প একটু ঝুঁকে শাড়ির বাঁ পাশ দিয়ে তাকাল । নাহ, কিচ্ছু দেখা যাচ্ছেনা । কিন্তু সে যাই হোক, এই একই জায়গায় সে আর দাঁড়িয়ে থাকতে পারবেনা । আরেকটু সামনে এগিয়ে পুরনো বটগাছটার নিচে দাঁড়ানোই ভালো হবে ভেবে হাঁটতে শুরু করল সে । এগোতেই সেই লাল বাসটার দেখা মিলল । হঠাৎ পাশ দিয়ে একটা কালো রঙের বাইক যেতে দেখল, একটুর জন্য নিপুনের সঙ্গে ধাক্কা লাগল না । খুব জোর একটা ধমক দেয়ার আগেই একজনের কথা শুনতে পেল ।
‘তুই যা, আমি ওকে নামিয়ে আসছি’ ।
‘পারবি নাকি?’
‘একশবার পারব, ও রাজি হলে অবশ্যই পারব’
নিপুন বুঝল ওকে নিয়েই এসব কথা হচ্ছে । সুতরাং এখানে ধমক দিয়ে ওদেরকে তার সঙ্গে কথা বলার সুযোগ দেয়া মানে খাল কেটে কুমির আনা বাগধারার সঠিক প্রয়োগ করা হবে । এমন সময় লাল বাসটা দরজা বন্ধ করে ঈগলের মত উড়ে গেল । মন মেজাজ দুটোই এতক্ষনে খারাপ হয়ে গেল । সামনে হাঁটতে যাবে এমন সময় পেছন থেকে ডাক শুনল ।
‘যাবে আমার সঙ্গে?’
নিপুন এক মুহূর্ত দাঁড়িয়ে পেছনে ফিরে ওদের উদ্দেশ্যে বলল, ‘সম্বোধনটা আপনি হল না কেন? আমি তো আপনাদের চেয়ে বয়সে বড় হতে পারি ।’
এই মুহূর্তে যেটা করল সেটার জন্য নিপুন মোটেই প্রস্তুত ছিলনা । সে এভাবে কখনো অপরিচিত কারো সঙ্গে কথা বলেনি ।
‘সরি বলা যায় কিন্তু বলছিনা, বরং শুধরে নিচ্ছি । আমি আপনাকে লিফট দিতে চাই । দেখুন আমি জানি আপনি কি কি এক্সকিউজ দিতে পারেন । আমি অপরিচিত, আপনার পেছনে কথা বলেছি যেটাকে লোকে এক কথায় ইভটিজিং বলে, আমি খারাপ ছেলে ও হতে পারি । কিন্তু দেখুন আমার সঙ্গে গেলে আপনার কোন ক্ষতি হবেনা, সে নিশ্চয়তা আমি দিতে পারি ।’
এতক্ষন যে ছেলেটা হড়বড় করে কথা বলছিল তাকে এক কথায় সুদর্শন বলা যায় । হালকা কোঁকড়ানো চুল, মুখে দাঁড়ি গোঁফের দিকে তাকালেই বোঝা যায় কিছুক্ষন আগে সেগুলো কেটে ফেলা হয়েছে । জিনস প্যান্টের সঙ্গে হাতাওয়ালা স্ট্রাইপ সোয়েটার পরা । বাতাসে মিশে থাকা সুন্দর মিষ্টি গন্ধটা যে ওর গা থেকেই আসছে সেটা মোটামুটি নিশ্চিত নিপুন । ছেলেটি যে অপরিচিতা একটি মেয়েকে এমন প্রস্তাব দিতে পারে এটা নিপুন কিছুতেই ভাবতে পারছেনা । শুধু দিলে কোন কথা ছিলনা কিন্তু তার সঙ্গে যেসব কথা বলেছে সেগুলো ভাবতে ভাবতে নিপুনের “না” বলার শক্তিটা ভোঁতা হয়ে যাচ্ছে । কিন্তু নরম হলে চলবে না কিছুতেই, ছেলেটি খারাপ তো হতেই পারে । কয়েকদিন আগে মার পাশে বসে একটা বিদেশী সিরিয়ালে সে দেখেছিল একটি ছেলে আগ বাড়িয়ে একটি মেয়েকে লিফট দেয়ার নাম করে অন্য জায়গায় নিয়ে গিয়ে অজ্ঞান করে দিয়েছিল । সতর্ক হল নিপুন ।
‘কি ব্যাপার, এতক্ষন ধরে এই কথাটাই ভাবছেন নাকি সঙ্গে আরও কিছু ! টিভি তে দেখা কোন ঘটনা ও কি এর সঙ্গে মেলাচ্ছেন নাকি !’ ছেলেটি বলল ।
এবার আর তার না বলার শক্তিটুকু রইল না । কোনকিছু না বলে চুপচাপ বাইকের পেছনে উঠে বসল সে । পরনের শাড়ি টার দিকে তাকাল এবার, খুব একটা পুরনো হয়নি । মাত্র কদিন আগে দেশী একটা দোকানে গিয়ে শাড়িটা কিনেছিল । কিন্তু এই মুহূর্তে শাড়িটাকে খুব বেমানান মনে হল । এমন দামি বাইকের পেছনে এমন সাধারণ শাড়ি টাকে মেনে নিতে কষ্ট হচ্ছিল তার । ছেলেটি তার দিকে একটু ফিরে তাকিয়ে বলল, ‘আমি অরুণ ।’ একটু মুচকি হেসে বলল
‘আমার সঙ্গে বাইকে উঠতেই আপনি অনেকক্ষণ ভেবেছেন তাই নাম জিজ্ঞেস করে আপনাকে ২য় বার আর ভাবাতে চাইলাম না ।’
নিপুন শুধু একবার গলা নামিয়ে বাড়ির ঠিকানাটি বলেছিল তারপরে সারা রাস্তা দুজনে আর একটি কথাও হয়নি । পুরো ঘটনাটি তার কাছে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল । এমন করে কোন অপরিচিত ছেলে তার সঙ্গে কথা বলেনি । ১ম সাক্ষাৎটা যে এমন নাটকীয় হতে পারে এমন ধারণা তার কখনো ছিলনা । নাটক, সিনেমায় এটা খুব স্বাভাবিক হলেও মানুষের জীবনে এমন ঘটনা মোটেও স্বাভাবিক নয় । তাহলে যে মানুষ বলে নাটক, সিনেমা মানুষের জীবনের ই গল্প, এটা সত্যিই !!! সাত পাঁচ ভাবতে ভাবতে কখন বাড়ির সামনে চলে এসেছিল বুঝতেই পারেনি ও । নিপুন পরিচয় আর বাইকের ঘটনার ঘোর কাটিয়ে তখনো স্বম্বিত ফিরে পাচ্ছিলনা । এক দৌড়ে বাড়িতে এসে ঢুকল । পেছন থেকে মা চিৎকার করে কিছু যেন বলছিল কিন্তু তার কানে ঠিকঠাক ঢুকছিল না । এতক্ষনে মনে পড়ল, ছেলেটিকে তার নাম বলাটাই হয়নি শেষপর্যন্ত । কিন্তু তাকে দেখে এমন অসাড় হয়ে গেল কেন ! বাইকের ধাক্কায় দু’একবার ওর গায়ের সঙ্গে মৃদু ধাক্কা লেগেছিল, আড়ষ্ট হয়ে আরও সরে বসেছিল নিপুন । নিজের ঘরে এসে শাড়ি ছেড়ে বাইরে বের হতে হতে শুনল মা কারো সঙ্গে কথা বলছে । এই সময়টায় বাবা বাড়ি থাকেনা, আত্মীয় স্বজন কারো আসার কথাও ছিলনা । নিপুন বসার ঘরে যা দেখল তাতে তাকে সজ্ঞানে ফিরতে বাধা দিল আরও কয়েক মুহূর্ত । মা তাকে দেখেই হেসে উঠেছিল,
‘শুনলাম, অরুণের সঙ্গেই বাড়ি ফিরেছিস ? আমি আর তোর বাবা গত সপ্তাহে তোর মিমি খালার বাসায় গিয়ে ওকে দেখলাম । অনেক ছোটবেলায় দেখেছিলাম তারপর ও সুইজারল্যান্ডে চলে গিয়েছিল । তোর বাবা ওকে দেখেই তোর জন্য মনস্থির করে ফেলেছিল । তার মানে এই নয় যে তোর উপর আমাদের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছি ! তোর নিজের মত করে ভেবে জানাস ।’
নিপুনের চিবুক তখন গলায় এসে মিশেছে, গলা দিয়ে কোন কথা বের হচ্ছেনা । কান থেকে ধোঁয়ার মত গরম হাওয়ার মিশেলে কিছু একটা বের হচ্ছে, রক্তের সঞ্চালন হঠাৎ করে বেড়ে গেছে । মা এক মুহূর্ত থেমে বসার ঘর থেকে বের হয়ে গেল, যাওয়ার সময় হয়ত নিপুনের লাল হয়ে যাওয়া নাক মুখের দিকে তাকিয়েছিল, কিছু বুঝতে পেরেছিল কিনা কে জানে !
মা বের হয়ে যেতেই অরুণ কাছে এসে নিপুনের দিকে হাত বাড়িয়ে বলল, ‘আপনি নিপুন ।’
নিপুন একটু ইতস্তত করে ওর দিকে তাকিয়ে মুখ নামিয়ে ফেলল, ‘সম্বোধনটা তুমি হল না কেন? আমি আপনার চেয়ে বয়সে ছোট হব হয়ত !’
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন