এখনো সে রাখেনি ।
কথা ছিল প্রত্যাশার মাঠ পেরিয়ে
অজানার দিকে হেঁটে যাব দুজনে ।
তারপর মাঠ পেরিয়ে বন
মাথার উপর সুনীল আকাশ,
পায়ের নিচে শিশিরে ভেজা ঘাস ফুল-
সবকিছুই কেমন যেন অচেনা !
ভেবেছিলাম, সে আমার পাশেই আছে;
পেছনে তাকিয়েই চমকে যাই !!!
কোথাও তার অস্তিত্ব নেই,
নেইকো তার চলে যাবার চিহ্ন টুকুও ।
আমাকে দেয়া কথাগুলো ও তার
আচমকা মিথ্যে হতাশা হয়ে গেছে ।
অভিশাপে একাকী নিমজ্জিত হয়ে
আমার নিষ্পাপ স্বপ্ন আত্নহনন করেছে...।